বৃষ্টিতে মাঠে গড়ায়নি বরিশাল ও কক্সবাজারের প্রথম দিনের খেলা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

জাতীয় ক্রিকেট লিগে আবারও বাঁধ সাধল বৃষ্টি। বৃষ্টির কারণে বরিশাল বিভাগীয় স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের প্রথম দিনের একটি বলও মাঠে গড়ায়নি।

বরিশালে প্রথম স্তরের ম্যাচে মাঠে নামার কথা ছিলো স্বাগতিক বরিশাল বিভাগ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা বিভাগের। অন্যদিকে কক্সবাজারে দ্বিতীয় স্তরের ম্যাচে মাঠে নামতো চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। দুই মাঠের কোনোটিতেই টসই হয়নি প্রথমটিতে।

প্রথম চার রাউন্ড শেষে প্রথম স্তরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। এক পরাজয় ও তিন ড্রতে তাদের সংগ্রহ ১১.০৪ পয়েন্ট। জয়-পরাজয়ের হিসেবে একই অবস্থা বরিশালের। তবে ১১.১১ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তৃতীয়তে।

অন্যদিকে দ্বিতীয় স্তরে চার রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। এক জয়, এক পরাজয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ ১৫.৫ পয়েন্ট। জয় পরাজয়ে একই চিত্র সিলেটেরও। তবে তাদের সংগ্রহ ১৪.৬২ পয়েন্ট। তারা অবস্থান করছে সবার শেষে।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।