‘আশা করি, আশরাফুল আগামী বিশ্বকাপে দলে ডাক পাবে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

মোহাম্মদ আশরাফুলকে নিয়ে টাইগার ক্রিকেট ভক্তদের আগ্রহ উদ্দীপনার শেষ নেই। আশরাফুল কি জাতীয় দলে ফিরবেন? ফিরলেও সেটা কবে? অনেকেই মনেপ্রাণে প্রার্থনা করছেন, আশরাফুল যেন দ্রুত দলে ফেরেন, সম্ভব হলে বিশ্বকাপের আগেই। সেটা কি সম্ভব? দলের নির্বাচক, টিম ম্যানেজম্যান্ট যা-ই ভাবুন, বিপিএলের দল চিটাগাং ভাইকিংসের মালিক আব্দুল ওয়াহেদ আশাবাদি। তার বিশ্বাস, বিপিএলে ভালো করে আগামী বিশ্বকাপেই দলে ডাক পাবেন আশরাফুল।

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে এই বিপিএলেই আশরাফুল নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা শেষ হয়েছে অনেক দিন। ঘরোয়া লিগেও খেলছেন। কিন্তু বিপিএলে কি দেখা যাবে তাকে? কোন দল কি সাবেক এই অধিনায়ককে কিনবে? এটা নিয়ে সন্দেহ ছিল অনেকের মনে। সেই সন্দেহ কেটে গেছে আজ। বিপিএলের ড্রাফটে আশরাফুলকে কিনে নিয়েছে চিটাগাং ভাইকিংস।

'বি' ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের বেশির ভাগ প্রথম চার কলেই ডাক পেয়ে গেলেন। একেক দল ঐ ক্যাটাগরির ক্রিকেটারদের বেছে নিলেন। তবে আশরাফুলকে প্রথম দিকে কেউই ডাকেননি। অবশেষে স্থানীয় আর বিদেশি মিলে সাত নম্বর কলে (দেশি ক্রিকেটারদের মধ্যে পঞ্চম) আশরাফুলের নাম উঠলো। 'বি' ক্যাটাগরির এ সাবেক জাতীয় ক্রিকেটারকে টেনে নিল চিটাগাং ভাইকিংস।

কি ভেবে আশরাফুলকে দলে নেয়া? চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ জানালেন, কেন তিনি এই ব্যাটসম্যানকে টেনেছেন এবার। কারণটা শুনে আশরাফুল ভক্তরাও খুশি হবেন ভীষণ। চিটাগাং কিংসের মালিক যে তাদেরই মতো মনেপ্রাণে চান, দলে ফিরে আগামী বিশ্বকাপেই খেলুন আশরাফুল।

বিপিএলের চতুর্থ আসরে পাকিস্তানের নিষিদ্ধ পেসার মোহাম্মদ আমিরকে দলে নিয়েছিল এই চিটাগাংই। এই টুর্নামেন্টে দারুণ খেলে পরে আমির জাতীয় দলেও সুযোগ পেয়ে যান।

আব্দুল ওয়াহেদের আশা, আমিরের মত আশরাফুলও তার দলে বিপিএল খেলে আবার জাতীয় দলে ফিরবেন। বিশ্বকাপও খেলবেন। তাই তার মুখে এমন কথা, ‘যদি দেখেন, আমি কিন্তু আরও একবার এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার পুরোনো অভিজ্ঞতা আছে। আমি কিন্তু পাকিস্তানের মোহাম্মদ আমিরকে দলে নিয়েছিলাম। সেখানে আমি সফল হয়েছিলাম। আমাদের দলে খেলার পর সে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়েছে।’

আশরাফুলকে নিয়ে বলেন, ‘আশরাফুলের প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা ছিল। সে বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে প্রথম টেস্ট খেলেই সেঞ্চুরি করেছে। সে ভুল করেছিল, সেটা সে বুঝতে পারেছে। আমি মনে করি, আশরাফুলের মত প্লেয়ার অতীত আর বর্তমানে মনে হয় আসেনি। সে এতটা ভালো। আশরাফুলই হয়তো আমাদের জন্য বড় পাওয়া হয়ে যাবে। আমি দোয়া করি তাঁর জন্য, এটা তাঁর জন্য জাতীয় দলে খেলার একটা বড় সুযোগ। আশা করি সে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পাবে।’

মুশফিকুর রহিমকে দলে নেয়া প্রসঙ্গে ডিবিএল গ্রুপ চেয়ারম্যান বলেন, ‘মুশফিকের সাথে আমার কথা হয়েছে। আমরা জানি সে আমাদের দলে খেলবে। আর আজ তো দেখলেনই। সে এবার আমাদের দলে খেলছে।’

নিজ দল নিয়ে খুশি চিটাগাং ভাইকিংস চেয়ারম্যান। তার ধারণা, প্লেয়ার্স ড্রাফটে ভাগ্য তাদের সাথে ছিল। তারা পছন্দর ক্রিকেটারদের দলে নিতে পেরেছেন। তিনি বলেন, ‘ আজ ভাগ্য আমাদের হয়ে কথা বলেছে। আমরা যাকে চেয়েছি, তাকেই পেয়েছি। আমরা আমাদের মত করে দল করতে পেরেছি। আর এবার প্রতিটা দল খুবই ব্যালেন্স। আমি মনে করি এবারের বিপিএল সেরা বিপিএল হবে, প্রতিযোগিতাপূর্ণ বিপিএল হবে।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।