বিপিএল ৫ জানুয়ারিই শুরু হবে : পাপন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। এখন অপেক্ষা আসর শুরুর। আগেই জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর না, বিপিএল মাঠে গড়াবে আগামী বছর মানে ২০১৯ সালের জানুয়ারিতে। দিন তারিখ ঠিক করা হয়েছে ৫ জানুয়ারি।

এমনিতেই এক বার তারিখ বদলে ২০১৮ সালের নভেম্বর থেকে পিছিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। দিন ঠিক করা হয়েছে ৫ জানুয়ারি।

তারপরও প্রশ্নটা রয়েই গেছে। প্লেয়ার্স ড্রাফট তো হলো, এখন বিপিএল কি নির্ধারিত সময়েই শুরু হবে নাকি নির্বাচনের জন্য আরেকবার পেছাবে?

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার জানিয়ে দিলেন, বিপিএল পূর্ব ঘোষিত সময়েই শুরু হবে। আজ হোটেল রেডিসনে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে কথা বলতে গিয়ে বিসিবি বস বলেন, 'আমরা যে সূচি (২০১৯ সালের ৫ জানুয়ারি) ঠিক করেছি, সেটাই বহাল থাকবে।’

পাপন আরও বলেন, 'আমরা নিশ্চিত নই যে নির্বাচন কবে হচ্ছে । তবে যখনই হোক, আমরা সেটা মানিয়ে নেবার চেষ্টা করবো। এবং সূচি অনুযায়ীই বিপিএল অনুষ্ঠিত হবে।'

আরো পড়ুন: বিপিএল সম্পর্কিত সকল খবর

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।