দেশি তারকার দল রাজশাহী কিংস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

সবাই যখন বিদেশি বড় মুখ নিয়ে টানাটানিতে ব্যস্ত, রাজশাহী কিংস তখন আস্থা রেখেছে দেশিদের উপর। স্বদেশি তারকাদের প্রাধান্য দিয়ে এবার দল গড়েছে তারা।

জাতীয় দলের বড় চার তারকা-সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক আর মেহেদী হাসান মিরাজ এবার রাজশাহীতে। তাদের সঙ্গে স্বদেশি তারকাদের মধ্যে আছেন আরাফাত সানি, ফজলে রাব্বি, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বিরা।

বিদেশিদের মধ্যে খুব বড় মুখ নেই। তবে নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট বিশ্বের বড় ফ্রাঞ্চাইজি আসরগুলোতে পরিচিত এক নাম। আছেন শ্রীলঙ্কার হার্ডহিটিং অলরাউন্ডার সেগুনে প্রশন্ন, পাকিস্তানের গতিতারকা মোহাম্মদ সামির মতো খেলোয়াড়।

এই দলের আইকন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। স্বদেশিদের মধ্যে ঘরোয়া ক্রিকেটের পারফরমার আলাউদ্দিন বাবু, জাকির হাসানরাও নিজেদের দিনে চমক দেখাতে পারেন। সবমিলিয়ে রাজশাহীর দলটি যে কোনো প্রতিপক্ষকে চমকে দেয়ার মতো।

রাজশাহী কিংস
মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জাঙ্কার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভেনস, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রাহায় টেন ডেসকাট, সেকুগে প্রশন্ন, মোহাম্মদ সামি।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।