৮১ বলেই সেঞ্চুরি সৌম্যর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেই ছিলেন না। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জেতালেও তাই প্রথম দুই ওয়ানডেতে সুযোগ হয়নি সৌম্য সরকারের। তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ তাকে নিয়ে আসা।

আসলেন, দেখলেন, জয় করলেন। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেলেন। সেঞ্চুরি দিয়েই প্রত্যাবর্তনটা উদযাপন করলেন সৌম্য সরকার। ফেরার ম্যাচ, দেখেশুনে খেলার কথা। কোথায় কি! সৌম্য খেললেন একদম নিজের মতো, সেই বিধ্বংসী ব্যাটিং।

৮১ বলেই সেঞ্চুরি ছুঁলেন সৌম্য। যেটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়। সেঞ্চুরির পথে চারটি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ড্যাশিং ওপেনার। চার মেরেছেন ৯টি।

সৌম্যর সেঞ্চুরি মানেই বিধ্বংসী ব্যাটিংয়ের পসরা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে। সেটাও ছিল মাত্র ৯৪ বলে। এবার করলেন ৮১ বলে।

৯২ বলে ১১৭ রানে আউট হন সৌম্য। ৯টি চারের পাশে হাঁকিয়েছেন ৬টি ছক্কা। সেঞ্চুরির পর সিকান্দার রাজার এক ওভারেই দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।