সকালে ঢাকা আসছেন ওয়াকার ইউনুস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৬ অক্টোবর ২০১৮

ঢাকায় আসছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস। শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের মেন্টর হিসেবে গত দুই বছর দায়িত্ব পালন করেছেন ওয়াকার ইউনুস। এ বছরও তার উপরই আস্থা রাখছে দলটি। এবারও দলের মেন্টরের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ককে।

আগামী রোববার বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। মূলতঃ সেজন্যই নিজের দল গোছাতে ঢাকায় আসছেন ওয়াকার।

সিলেট সিক্সার্স এরই মধ্যে বিদেশি খেলোয়াড় কোটায় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং নেপালের তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানেকে। সিলেটের আইকন খেলোয়াড় হিসেবে এবার থাকছেন লিটন দাস।

এআরবি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।