গোল্ডেন ডাক লিটন দাসের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৬ অক্টোবর ২০১৮

লক্ষ্য যখন ২৮৭ রানের তখন প্রয়োজন ছিলো উদ্বোধনী জুটিতে দুর্দান্ত একটি সূচনার। তা তো হলোই না, উল্টো ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে গিয়ে দলকে বিপদে ফেললেন লিটন কুমার দাস। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন সৌম্য সরকার।

এশিয়া কাপের শেষ ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন লিটন। ঘুরে দাঁড়িয়েছিলেন পরের ম্যাচেই, খেলেন ৮৩ রানের ঝলমলে ইনিংস।

সিরিজের শেষ ম্যাচে আবারও ব্যর্থতার বৃত্তে বন্দী লিটন। ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাইল জার্ভিসের করা ইনিংসের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে ধরা পড়েছেন লিটন। থার্ড আম্পায়ার রিভিউ করেও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬ রান। ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকিয়েছেন আগের দুই ম্যাচে যথাক্রমে ১৪৪ ও ৯০ রানের ইনিংস খেলা কায়েস। সৌম্য খেলছেন ২ রান নিয়ে।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।