দুই ম্যাচে ইমরুলের কাছেই হেরে গিয়েছি : মাসাকাদজা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

খেলছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালের জায়গায়, কাঁধে বিশাল দায়িত্ব আর নিজেকে প্রমাণের চাপ। প্রথম দুই ম্যাচে সে চাপ এবং দায়িত্ব; দুটিই সুচারুভাবে পালন করেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

সিরিজের প্রথম ম্যাচে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস, দ্বিতীয় ম্যাচে দশ রানের বঞ্চিত হয়েছেন টানা সেঞ্চুরি থেকে। দুই ম্যাচেই জিম্বাবুয়ের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেছেন ৩১ বছর বয়সী এ ওপেনার।

জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার মতে সাকিব-তামিমের অনুপস্থিতিতে মূলত ইমরুলই তাদের হারিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘আমরা আগেই বুঝেছিলাম সাকিব ও তামিমের জায়গায় যারা খেলবে তারা নিজেদের সেরাটা ঢেলে দেবে। আমার মতে ইমরুল অসাধারণ খেলেছে। দুটি ম্যাচেই আমাদের স্রেফ শেষ করে দিয়েছে সে।’

জিম্বাবুয়ের অধিনায়ক মনে করেন এ সিরিজে তাদের বেশ ভালো সুযোগ ছিলো কিন্তু তারা সে সুযোগটা নিতে পারেনি। তিনি বলেন, ‘এই সিরিজটা আমরা টার্গেট করেছিলাম। আমার মতে আমাদের বেশ ভালো সুযোগ ছিল। দুই ম্যাচেই আমরা ভালো অবস্থান পৌঁছেছিলাম। কিন্তু সেটা ধরে রাখা হয়নি।’

এসময় নিজেদের ভুলগুলোর ব্যাপারে কথা বলতে গিয়ে মাসাকাদজা বলেন, ‘প্রথমত আমরা ব্যাটিংয়ে পিছিয়ে গেছি। যেমনটা বললাম, আমরা ভালো অবস্থানে পৌঁছেও ম্যাচ শেষ করতে পারিনি। তারা অসাধারণ বোলিং করেছে এবং আমাদের স্কিলের প্রদর্শনী করতে দেয়নি। আমি দলের সবাইকে বলছিলাম বড় খেলার কথা। সেভাবে আমরা শুরুও পেয়েছিলাম কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। এছাড়া আমরা বল হাতেও আর্লি ব্রেকথ্রু পাইনি। উদ্বোধনী জুটিতেই তারা ম্যাচ ছিনিয়ে নিয়েছে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।