গেইলের হাতে আরও একটি টি-টোয়েন্টি শিরোপা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২২ অক্টোবর ২০১৮

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা বলা হয় ক্রিস গেইলকে। ক্যারিবীয়ান এ ব্যাটিং দানবের সাথে রয়েছে মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটের অজস্র রেকর্ড। জিতেছেন অসংখ্য ব্যক্তিগত ও দলীয় ট্রফি। তার ট্রফির ভাণ্ডারে এবার যোগ আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) এর শিরোপা।

প্রথমবারের মতো আয়োজিত এপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিস গেইলের দল বালখ লিজেন্ডস। পাঁচ দলের অংশগ্রহণে হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রশিদ খানের কাবুল জাওয়ানকে ৪ উইকেটে হারিয়েছে গেইলের বালখ লিজেন্ডস। এ ম্যাচে ৫৬ রানের ইনিংস খেলার পথে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন গেইল।

APL-2

গ্রুপ পর্বের ৮ ম্যাচের ৬টিতেই জিতে নিজেদের শিরোপা দাবিদার হিসেবে তুলে ধরেছিল গেইলের দল। পরে সেমিফাইনাল ম্যাচে নাঙ্গারহার লেপার্ডসকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পরিষ্কার ফেবারিট হিসেবেই ফাইনালে পা রাখে তারা। শিরোপার লড়াইয়েও বালখ লিজেন্ডসের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি কাবুল জাওয়ান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কাবুলের অধিনায়ক রশিদ খান। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেনি তার দল। প্রায় সবাই দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি কেউ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জাভেদ আহমাদি। ১৯ বলের ইনিংসে দুইটি করে চার ও ছক্কা হাঁকান তিনি।

APL-2

এছাড়া ওয়েইন পারনেল ও কলিন ইনগ্রামের ব্যাট থেকে আসে ২১ রান করে। কাবুলের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৩২ রানে। বালখের পক্ষে বল হাতে চমক দেখান কাইস আহমেদ। ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় পাঁচটি উইকেট নেন তিনি।

রান তাড়া করতে নেমে বালখের কাজটা সহজ করে টি-টোয়েন্টি সম্রাট ক্রিস গেইল। ৪টি করে চার ও ছক্কার মারে মাত্র ৩৪ বলে ৫৬ রান করেন তিনি। দায়িত্বশীল ইনিংসে ৩২ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।