টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাচ্ছে ৩০ বছর বয়সী ফজলে রাব্বির। ২০০৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পর জাতীয় দলে খেলার সুযোগ মিলছে এই অলরাউন্ডারের।
ফজলে রাব্বিকে মূলতঃ নেয়া হয়েছে সাকিবের রিপ্লেসম্যান্ট হিসেবে। বাঁহাতি ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিংটাও করেন তিনি। নির্বাচক হাবিবুল বাশার যাকে আখ্যা দিয়েছেন 'কমপ্লিট প্যাকেজ।'
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সেফাস ঝুয়ায়ো, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।
এমএমআর/আরআইপি