মোস্তাফিজকে ছেড়ে ডি কককে কিনেছে মুম্বাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ২১ অক্টোবর ২০১৮

আগামী বছরের আইপিএলকে সামনে রেখে খেলোয়াড় বেচাকেনা শুরু হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবার ছেড়ে দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। নিলামে তারাই প্রথম খেলোয়াড় কিনেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দলে ভিড়িয়েছে মুম্বাই।

চোট প্রবণতার কারণে অবশ্য আগামী দুই বছর মোস্তাফিজকে বিদেশি কোনো লিগে খেলতে বারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজ আইপিএলে যেতে পারবেন না, সেটিও বলতে গেলে নিশ্চিত ছিল। মুম্বাই তাই বিকল্প ভাবছে।

ডি কক অবশ্য মোস্তাফিজের বিকল্প হিসেবে মুম্বাইয়ে আসছেন না। মোস্তাফিজ পেসার, আর ডি কক উইকেটরক্ষক ব্যাটসম্যান। মূলতঃ মারকাটারি ব্যাটিংয়ের জন্যই তাকে দলে নেয়া।

তবে খরচের একটা হিসেব তো আছেই। মুম্বাই মোস্তাফিজকে নিয়েছিল ২ কোটি ২০ লাখ রুপিতে। তাকে ছেড়ে দেয়ায় সেই খরচটা বাঁচছে। এবার তারা ছেড়ে দিচ্ছে ৫০ লাখ রুপিতে কেনা শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়াকেও। শোনা যাচ্ছে, তাদের ছেড়ে দিয়ে ডি কককে ২ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।