ভারতে ২০২৩ বিশ্বকাপও হবে ১০ দলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২১ অক্টোবর ২০১৮

২০১৯ বিশ্বকাপের ফরমেট নিয়ে অনেকের মনেই অসন্তোষ আছে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দল বাছাইপর্ব পার হতে না পারায় অংশ নিতে পারছে না এই ওয়ানডে বিশ্বকাপে। তবে যতই সমালোচনা থাক, আইসিসি ১০ দলের এই বিশ্বকাপ থেকে বের হচ্ছে না আগামীতেও। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপেও দল বাড়ানো হবে না বলে জানিয়েছে তারা।

দল ১০টিই থাকছে। তবে দল নির্বাচন প্রক্রিয়ায় একটু ভিন্নতা আনছে আইসিসি। ২০১৯ সালের জুলাই থেকে শুরু বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে মোট ৩২টি দল। ২০২২ সালের মে মাসে জানা যাবে, সেরা কোন ১০ দল খেলবে মূল আসরে।

পুরো বাছাই প্রক্রিয়ায় মোট ৩৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩২ দলের থেকে সেরা আট দল উঠবে বিশ্বকাপ সুপার লিগে। আর পরের পাঁচটি দল খেলবে বিশ্বকাপ বাছাইপর্ব। যেখান থেকে বেছে নেয়া হবে দুই দল।

শনিবার আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন দাবি করেন, নতুন এই প্রক্রিয়ায় অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে সদস্য দেশগুলো। তার ভাষায়, 'নতুন এই কাঠামো অবশ্যই ম্যাচের সংখ্যা বাড়াবে। আমাদের সদস্যদের জন্য প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ বাড়ছে।'

আইসিসির বিশ্বাস, নতুন এই কাঠামো সহযোগি সাত দেশের জন্য আরও বেশি সীমিত ওভারের ম্যাচ খেলার সুযোগ করে দেবে।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।