আর কত হারবে হাথুরুর শ্রীলঙ্কা?
কোনোভাবেই যেনো কূল-কিনারা খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশে বা দেশের বাইরে, ওয়ানডে বা টি-টোয়েন্টি; একের পর এক হেরেই চলেছে তারা। বুধবার রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ক্রিকেট দল তাদের হারিয়েছে সাত উইকেটের ব্যবধানে।
নিজেদের সবশেষ ৪৪ ওয়ানডেতে এটি শ্রীলঙ্কানদের ৩২তম পরাজয়। ঘরের মাঠে সবশেষ ২৪ ম্যাচে এটি তাদের ১৮তম পরাজয়।
আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও হানা দেয় বৃষ্টি। যার ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে নেয়া হয় ওভারপ্রতি ২১ ওভারে। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। যা অনায়াসেই মাত্র ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।
ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ২১ ওভারে নেমে আসা ম্যাচে দুই ওপেনার নিরোশান ডিকভেলা ও সাদিরা সামারাবিক্রম উড়ন্ত সূচনা উপহার দেন দলকে। দুজনের উদ্বোধনী জুটিতে মাত্র ৫.৩ ওভারেই ৫৭ রান পেয়ে যায় লঙ্কানরা।
ষষ্ঠ ওভারে ৮ চারের মারে মাত্র ২০ বল খেলে ৩৬ রান করে ফিরে যান ডিকভেলা। তখনই শুরু হয় স্বাগতিকদের বিপর্যয়ের। অন্য ওপেনার সামারাবিক্রম করেন ৩৫ রান। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে আউট হন কুশল মেন্ডিস। থিসারা পেরেরাও ফেরেন খালি হাতে।
বিপর্যয় সামাল দিতে মাত্র ২১ ওভারের ম্যাচেও ধীর ব্যাটিং শুরু করেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। তবে অপর প্রান্তে কেউ সঙ্গ না দেয়ায় দলীয় সংগ্রহকে বেশি দূর নিতে পারেননি তিনি। আউট হওয়ার আগে ৪২ বলে করেন ৩৪ রান। শেষ দিকে দাশুন শানাকার ১০ বলে ২১ রানের ইনিংসে দেড়শ পর্যন্ত যায় লঙ্কানদের সংগ্রহ।
ইংলিশদের পক্ষে পাঁচ ওভার বোলিং করে ৩৬ রান খরচায় ৪টি উইকেট নেন লেগস্পিনার আদিল রশিদ। এছাড়া টম কুরান চার ওভারের স্পেলে মাত্র ১৭ রান খরচায় নেন ৩টি উইকেট।
রান তাড়া করতে নেমে জেমি বেয়ারস্টো ও জো রুট অল্পে ফিরে গেলেও খুব একটা বেগ পেতে হয়নি সফরকারীদের। ওপেনার জেসন রয় ২৬ বলে ৪১, অধিনায়ক ইয়ন মরগ্যান ৪৯ বলে ৫৮ ও বেন স্টোকস ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেললে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
আগামী ২০ অক্টোবর (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এসএএস/আরআইপি