টি-টোয়েন্টি, টি-টেন লিগের ব্যাপারে কঠোর হচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ১১ অক্টোবর ২০১৮

ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ফ্রাঞ্চাইজি লিগ। যার যখন খুশি লিগ আয়োজন করছে, ব্যবসার বড় একটা উৎস যে এটা! তবে আগামীতে চাইলেও খেয়াল খুশিমত টি-টোয়েন্টি বা টি-টেন লিগ আয়োজন করা যাবে না। দুবাইয়ে বুধবার আইসিসির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যত্রতত্র লিগের লাগাম টেনে ধরার বিষয়ে ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অবিশ্বাস্য সাফল্যই আইসিসির অন্য সদস্যদের নিজস্ব লিগ করার বিষয়ে উৎসাহিত করছে। সবাই একটি একটি করে লিগ করলে তো বিপদ! পাঁচদিনের টেস্ট ক্রিকেট আর আন্তর্জাতিক ফিকশ্চারের সঙ্গে যা অনেক সময়ই সাংঘর্ষিক হয়ে পড়ছে। খেলোয়াড়দের চোটে পড়ার প্রবণতাও বেড়েছে। এছাড়া নানা অনিয়ম তো রয়েছেই।

আগামী ২০ অক্টোবর সিঙ্গাপুরে আইসিসির পরবর্তী বোর্ড মিটিং। সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইসিসির একজন মুখপাত্র। তিনি বলেন, 'আগামী সপ্তাহের সভায় আমরা একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো ইভেন্টগুলোর অনুমোদন এবং (লিগের জন্য) খেলোয়াড় ছাড়ার বিষয়ে। আমরা সবগুলোর কাগজপত্র এবং মালিকানার বিষয়গুলো দেখব।'

নতুন করে দেখভাল করার চিন্তা করায় শুধু প্রমোটারদের জন্য সুবিধা হবে, এমন নয়। ভবিষ্যতে এমন টুর্নামেন্টের অনুমোদন নিতেও বেশ কাঠখড় পোহাতে হবে ইঙ্গিত আইসিসির ওই কর্মকর্তার কথায়, 'এটা শুধু প্রমোটারদের জন্য দরজা খুলে দেবে এমন নয়। আমার মনে হয় ভবিষ্যতে অনুমোদন নেয়া কঠিন হবে। যে কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য দেশের এবং আইসিসির সমর্থন দরকার পড়বে।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।