এক ওভারে ২৮ রান তুলে বাংলাদেশ স্মৃতি ভুললেন বোল্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১০ অক্টোবর ২০১৮

ট্রেন্ট বোল্ট নাকি ব্যাটিংটা ভালো জানেন না! ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই তাই এগার নাম্বার ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতে হয়েছে নিউজিল্যান্ডের এই পেসারকে। তবে এই এগার নাম্বারে নেমেই কিন্তু হার না মানা ৫২ রানের ইনিংস আছে তার।

বাংলাদেশের বিপক্ষে ওই ইনিংসটি এবার বোল্ট পেরোলেন নিউজিল্যান্ডের ঘরোয়া প্লাংকেট শিল্ডে। এক ওভারে ২৮ রান নেয়ার কীর্তি দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংসটিকে পেছনে ফেলেছেন কিউই পেসার।

প্লাংকেট শিল্ডের মৌসুম শুরুর ম্যাচে মার্ক ক্রেইগকে কাঁদিয়ে ছেড়েছেন বোল্ট। ইনিংসের ৩৫তম ওভার করতে এসেছিলেন ক্রেইগ। বোল্টের দলের তখন নেই ৯ উইকেট।

এমন মুহূর্তে প্রতিপক্ষকে তাক লাগিয়ে দেন বোল্ট। ক্রেইগের এক ওভারেই তুলে নেন ২৮ রান। এর মধ্যে টানা তিনটি ছক্কাসহ ওই ওভারে চারটি ছক্কা হাঁকান তিনি। সবমিলিয়ে দশ নাম্বারে ব্যাটিংয়ে নামা বোল্ট নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে করেন ৩৭ বলে ৬১ রান।

বোল্টের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই সর্বোচ্চ সংগ্রহ। ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৫২ রানের ইনিংসটি ছিল এতদিন সাদা পোশাকে তার সেরা।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।