শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

বড়দের মতো এশিয়া কাপের শিরোপাটা নিজেদের ঘরে নিলো ছোটরাও। কদিন আগে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতল তাদের যুবারাও। শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে লঙ্কানদের ১৪৪ রানে উড়িয়ে দিয়েছে সিমরান সিংয়ের দল।

টস থেকেই শুরু ভারতের সাফল্য। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় তারা। টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানই রান পেয়েছেন। এর মধ্যে হাফসেঞ্চুরি চারজনের- ওপেনার জাইসওয়াল (৮৫), অনুজ রাওয়াত (৫৭), সিমরান সিং (অপরাজিত ৬৫) এবং বাদোনি (অপরাজিত ৫২ রান)। ওয়ান ডাউনে নামা পাদিক্কাল শুধু আউট হন ৩১ রানে।

টপ অর্ডারের এই দুুরন্ত পারফরম্যান্সে ৩ উইকেটেই ৩০৪ রানের বিশাল পুঁজি পেয়ে যায় ভারত। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০৫ রানের।

এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে যেমন খেলা দরকার ছিল, শুরু থেকেই তেমন পারেনি শ্রীলঙ্কা। ধুঁকতে ধুঁকতে ১২ ওভারের মতো বাকি থাকতে তারা অলআউট হয়েছে ১৬০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে পারানাভিথানা।

লঙ্কানদের এই ক্ষতি করার মূল কারিগর ভারতের বাঁহাতি স্পিনার হার্শ তিয়াগি। ৩৮ রানে ৬টি উইকেট নেন তিনি।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।