পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে তিন নতুন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

পাকিস্তানের বিপক্ষে সিরিজের টেস্ট স্কোয়াড ঘোষণার পরপরই বোঝা যাচ্ছিলো সিরিজে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অভিষেক হতে যাচ্ছে। সেই সম্ভাবনাই সত্যি প্রমাণিত হলো সিরিজের প্রথম টেস্টের আগের দিন।

রীতি মোতাবেক ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। যেখানে দেখা যাচ্ছে রোববার প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড ও মারনাস লাবুচানে।

২০১১ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ফিঞ্চ। মারমুখী ব্যাটিংয়ের জন্য প্রখ্যাত ফিঞ্চ নিজেকে টেস্ট ক্রিকেটের উপযোগী প্রমাণ করতে লেগে গেলো পুরো ৭ বছর। এ সময়ে ৯৩টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের প্রথম দুটিই রয়েছে তার নামে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে ট্রাভিস হেডের নামটিও জানাশোনা। ২০১৬ সাল থেকে খেলছেন আন্তর্জাতিক পর্যায়ে। এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৯টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পেরেছেন হেড।

তবে ২৪ বছর বয়সী লাবুচানে পুরোপুরি নতুন মুখ আন্তর্জাতিক মঞ্চে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি তিনি। তার সাথে রয়েছে কেবল ৩৫টি প্রথম শ্রেণির, ১৯টি লিস্ট 'এ' ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। রোববারের ম্যাচে অভিষেক হতে যাচ্ছে এ তিনজনেরই।

অভিষিক্ত থাকছে পাকিস্তান একাদশেও। পেস বোলার বেলাল আসিফের প্রথমবারের মতো টেস্ট খেলতে নামার সম্ভাবনা শতভাগ। এছাড়া ওয়াহাব রিয়াজের বদলে আরেক পেসার মির হামজারও অভিষেক হয়ে যেতে পারে এ ম্যাচের মধ্য দিয়ে।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মারনাস লাবুচানে, টিম পেইন, মিচেল স্টার্ক, পিটার সিডল, জন হল্যান্ড ও নাথান লিওন।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।