মাশরাফি-ইমরান : একই দিনে জন্ম নেয়া দুই নেতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

ইমরান খানের পরিচিতি বিশ্বজুড়ে। না, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন বলে নয়। নেতা ইমরানকে বিশ্ব চেনে আরও আগে থেকে, সেই ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের সময় থেকে।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক যদি ইমরান খান হয়ে থাকেন, তবে বাংলাদেশের ইতিহাসে সেটা অবশ্যই মাশরাফি বিন মর্তুজা। এখনও হয়তো ইমরানের মতো দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি, তবে দেশের ক্রিকেটে নেতা মাশরাফির অবদানটা ওই ট্রফি দিয়ে কখনই বিচার করা সম্ভব নয়।

মজার বিষয় হলো, ক্রিকেটের এই মহীরুহর জন্ম একই দিনে-৫ অক্টোবর। ১৯৫২ সালের ৫ অক্টোবর ইমরান খান জন্ম নিয়েছিলেন পাকিস্তানের লাহোরে। সেই হিসেবে আজ তার ৬৬তম জন্মদিন।

মাশরাফির জন্ম নড়াইলে, ১৯৮৩ সালের ৫ অক্টোবর। 'নড়াইল এক্সপ্রেস'খ্যাত এই পেসার আজ ৩৬ বছরে পা রেখেছেন।

নেতা ইমরান দেশকে বিশ্বকাপজয়ের আনন্দে ভাসিয়েছেন ১৯৯২ সালে। মাশরাফির সামনে অপেক্ষা করছে ২০১৯। ইমরানের মতো দেশসেরা অধিনায়কের হাত ধরে কি টাইগাররাও সাফল্যের মহাকাব্য রচনা করতে পারবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক!

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।