শেবাগের সাথে পৃথ্বির তুলনায় আপত্তি গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

টেস্ট আঙিনায় নাম লিখিয়ে প্রথম ১৪টি বলেই খেলেন আক্রমণাত্মক শট, ১৫তম বলে তার ব্যাট থেকে আসে প্রথম রক্ষণাত্মক শটটি। মুখোমুখি সপ্তম বলে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম বাউন্ডারি। এ আক্রমণাত্নক ধারা বজায় রেখে মাত্র ৯৯ বলে তুলে অভিষেক সেঞ্চুরি, সবমিলিয়ে ক্যারিয়ারের প্রথম ইনিংসে খেলেন ১৫৪ বলে ১৩৪ রানের ইনিংস।

এমন ইনিংসের পর স্বভাবতই চারদিকে সাড়া পড়ে গিয়েছে ১৮ বছর বয়সী পৃথ্বিকে ঘিরে। আক্রমণাত্মক ব্যাটিং করায় তাকে তুলনা করা হচ্ছে ভারতের সাবেক ক্রিকেটার ভিরেন্দর শেবাগের সাথে। মারমুখী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন শেবাগ। তাই প্রসঙ্গতই আসছে এই তুলনা।

কিন্তু এতে প্রবল আপত্তি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। এখনই তিনি পৃথ্বিকে কারো সাথে তুলনা দিতে চান না। তিনি বলেন, ‘পৃথ্বিকে শেবাগের সাথে তুলনা করো না। শেবাগ ছিলেন নিখাঁদ জিনিয়াস। পৃথ্বিকে দেশের বাইরে খেলতে পাঠাও। আমি জানি সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকাতেও রান পাবে। তবু তাকে শেবাগের সাথে তুলনা করো না।’

এসময় অভিষেকেই সেঞ্চুরি করা পৃথ্বিকে প্রশংসা করতে ভোলেননি গাঙ্গুলি। তিনি বলেন, ‘এটা তার জন্য স্মরণীয় দিন। সে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করলো। এর আগে রঞ্জি ট্রফির অভিষেকে, দ্বিলিপ ট্রফির অভিষেকে এবং এবার ভারতের হয়ে অভিষেকে সেঞ্চুরি হাঁকাল। এটা বিস্ময়করই বটে।’

ভারতের হয়ে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন গাঙ্গুলিও। তাও সেটি ছিল ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। নিজের সে ঘটনার স্মৃতিচারণ করে গাঙ্গুলি বলেন, ‘আমার রঞ্জি অভিষেকে সেঞ্চুরি ছিলো না। তবে দ্বিলিপ ট্রফিতে আমি সেঞ্চুরি করেছিলাম। পরে ভারতের হয়ে অভিষেকেও সেঞ্চুরি পেয়েছিলাম।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।