ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
রাজকোটে শুরু হয়েছে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে ১৪ বছর বয়সেই স্কুল ক্রিকেটে ৫৪৬ রানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয়া পৃথ্বি শ'য়ের। ভারত খেলছে তিন স্পিনার নিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষিক্ত হয়েছেন ২২ বছর বয়সী ডানহাতি পেসার শেরমেন লুইস। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৯ উইকেট শিকার করে জাতীয় দলে এসেছেন তিনি।
ভারতের একাদশ : লোকেশ রাহুল, পৃথ্বি শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, সিমরন হেটমেয়ার, শাই হোপ, রস্টন চেজ, সুনিল এমব্রিস, শেন ডোরিচ, কেমো পল, দেবেন্দ্র বিশু, শেরমেন লুইস, শেনন গ্যাব্রিয়েল।
এমএমআর/পিআর