বিকেলে দেশে ফিরছেন তামিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

যাওয়ার আগে জাগোনিউজকে জানিয়েছিলেন, ‘চিকিৎসার কারণে কিংবা ডাক্তারের নির্দেশে বেশি থাকতে হলে ভিন্ন কথা, না হয় ১ অক্টোবরই ফিরে আসবো আমি।’ শেষ পর্যন্ত তার একদিন আগেই দেশে ফিরে আসছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

আজ (রোববার) বিকেল পাঁচটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা তামিমের। বাঁহাতি এ ওপেনারের একটি ঘনিষ্ঠ সুত্র জাগোনিউজকে নিশ্চিত করেছে এ তথ্য।

সুত্র জানায়, ‘বাংলাদেশ সময় বেলা ১২টা নাগাদ তামিম দোহা থেকে ফোনে আজই দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন।’

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাঁহাতের লন্ডনের উপকণ্ঠ সাউথহ্যাম্পটনে হাতের কব্জির চিকিৎসার জন্য রওনা হন তামিম। ধারণা করা হচ্ছিলো চিকিৎসকের পরামর্শে হাতে অস্ত্রোপচার প্রয়োজন হলে সেটি করিয়ে তবেই দেশে ফিরে আসবেন দেশসেরা এ ওপেনার।

তবে নির্ধারিত সময় অর্থাৎ সোমবারের একদিন আগেই দেশে ফিরে আসছেন তামিম। এতে অনুমান করে নেয়া যায় হাতে গুরুতর কোন সমস্যা নেই তার। যার ফলে অক্টোবরের মাঝামাঝিতে হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে খেলতে দেখা যেতেও পারে তামিমকে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তামিম দেশের ফেরার পরেই।

এআরবি/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।