যুব এশিয়া কাপ : টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৫২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

শুক্রবার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হয়েছে বড়দের এশিয়া কাপ। ঠিক তার নয় ঘন্টারও কম সময়ে মাঠে গড়িয়েছে এশিয়ার যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াই অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তান এবং হংকং-এর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টুর্নামেন্টের। টসে জিতে হংকংকে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান।

এদিকে একই সময়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে শ্রীলংকার বিরুদ্ধে ব্যাটিং করছে বাংলাদেশ। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যচে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।

মাত্র ২৭ রানে দুই উইকেট হারালেও বাংলাদেশকে পথ দেখাচ্ছেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও তানজিদ হাসান। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান। তৌহিদ হৃদয় অপরাজিত আছেন ২২ রানে। তানজিদ হাসানের সংগ্রহ ২৪ রান।

এদিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার কালহান চাল্লু’র উইকেট হারায় হংকং। এর পর আরে ওপেনার হারপ্রিত সিং ও কবির সাধি ফিরে গেলে বিপদে পরে হংকং। ১২ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ ৩ উইকেটে ২৪ রান। পাকিস্তানে পক্ষে দুই উইকেট নিয়েছে নাসিম শাহ।

আবু আজাদ/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।