প্রথম বাংলাদেশি হিসেবে ৯৯ রানে আউট মুশফিক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হওয়ার রেকর্ডটা এতোদিন ধরে মুশফিকুর রহিমেরই দখলে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি আউট হয়েছিলেন ৯৮ রান করে। এবার সে রেকর্ডটিকে আরও এক ধাপ এগিয়ে নিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে ফিরলেন ৯৯ রান করে।

বাংলাদেশ ক্রিকেটের ৩১ বছরের ইতিহাসে এর আগে ছিলো না কোনো ৯৯ রানের ইনিংস। এবারের এশিয়া কাপে প্রথমবারের মতো হতাশার এ সংখ্যায় সাজঘরে ফিরলেন মুশফিক। ১১৬ বলের ইনিংস ৯টি চার হাঁকিয়েছিলেন তিনি।

মাত্র ১২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনে উইকেটে এসেছিলেন মুশফিক। সাজঘরে ফিরেছেন প্রায় ৩৮ ওভার উইকেটে কাটিয়ে। ক্যারিয়ারের ত্রিশতম হাফসেঞ্চুরিকে ষষ্ঠ সেঞ্চুরির পথেই এগিয়ে নিচ্ছিলেন তিনি। তখনই ৪২তম ওভারের চতুর্থ বলে শাহীন শাহ আফ্রিদির বোলিংয়ে উইকেটের পেছনে ধরা পড়েন মুশফিক।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম হলেও, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এর আগে ৯৯ রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে আরও ৩২ বার। এছাড়া আরও ১৪ বার ব্যাটসম্যানরা অপরাজিত থেকে গিয়েছিলেন ৯৯ রানে।

১৯৮০ সালে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে ৯৯ রানে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জেওফ বয়কট। আর মুশফিকের আগে সবশেষ ক্রিকেটার হিসেবে গতবছর ৯৯ রানে সাজঘরে ফিরেছিলেন আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং।

ওয়ানডেতে ৯৯ রানে সবচেয়ে বেশিবার আউট হওয়া ক্রিকেটারের নাম শচীন টেন্ডুলকার। ভারতীয় এ ক্রিকেট ঈশ্বর তিনবার ফিরেছেন সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে। এছাড়া সনাৎ জয়াসুরিয়া ২ বার আউট হয়েছেন ৯৯ রানে।

সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হওয়া ব্যাটসম্যানের তালিকায় রয়েছে ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, ক্রিস গেইল, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্রায়েম স্মিথের মতো ক্রিকেটারদের নাম। এ তালিকার সবশেষ সংযোজন বাংলাদেশ দলের মুশফিকুর রহিম।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।