ভারত-আফগানিস্তান টাই ম্যাচে ‘সুপার ওভার’ বিতর্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে রুদ্ধশ্বাস এক টাই হলো। অনেকেই ‘সুপার ওভার’ দেখার জন্য বসে ছিলেন। কিন্তু শেষ অবধি এমন কিছু দেখা গেল না। টাইয়েই শেষ হলো ম্যাচটি।

এই ম্যাচটির আসলে তেমন গুরুত্ব ছিল না। হার-জিতে কিছু আসতো যেতো না। তাই সুপার ওভার নিয়ে মাথা ঘামানোর কথাও নয়। তবে ঝামেলাটা বেঁধেছে অন্য জায়গায়।

টুর্নামেন্ট শুরুর আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা দিয়ে বসে, এশিয়া কাপের ১৩ ম্যাচেই সুপার ওভারের ব্যবস্থা থাকছে। সে হিসেবে ভারত আর আফগানিস্তানের ম্যাচে সুপার ওভার হওয়ার কথা, ম্যাচটির তেমন গুরুত্ব না থাকা সত্ত্বেও।

‘সুপার ওভার’ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে এই ধোঁয়াশার জন্ম নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যেখানে আইসিসির মতো সংস্থা তাদের টুইটে ভুল করে বসে, সেখানে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবেই!

icc

শেষ ওভারে রশিদ খান রবীন্দ্র জাদেজাকে আউট করার পরই আইসিসি টুইট করে, 'জাদেজাকে তুলে নিলেন রশিদ খান, স্কোর সমান। এখন আমাদের আছে সুপার ওভার।'

পরে অবশ্য এই পোস্টটি ডিলিট করে দেয় আইসিসি। তবে যারা সেটা নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন বা দেখেছেন, তাদের জন্য এটা হাসি-তামাশারই খোরাক হয়েছে।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।