৮৮ বলে সেঞ্চুরি শাহজাদের, তবু বিপদে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

৯৩ রানে থাকার সময় মোহাম্মদ খলিলের বলে ক্যাচ নিলেন মহেন্দ্র সিং ধোনি, আম্পায়ারও আঙুল উঁচিয়ে দিলেন। বলটি ব্যাটেই লাগেনি, রিভিউ নিয়ে বেঁচে গেলেন মোহাম্মদ শাহজাদ। যেমন সাহসী ব্যাটিং করেছেন, তাতে ওমনভাবে সাজঘরে ফেরা তাকে মানাতোও না।

শেষপর্যন্ত সেঞ্চুরিটা তুলেই নিলেন শাহজাদ। সতীর্থদের ব্যর্থতার মাঝেও একটা প্রান্ত আগলে রেখে লড়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তবে একপ্রান্ত আগলে লড়াই বলতে যা বোঝায়, ধীরস্থির ব্যাটিংয়ে এগিয়ে চলা-এমনটা করেননি শাহজাদ। দলের বিপদের মাঝেও খেলেছেন স্ব-ভঙ্গিমায়।

৩৭ বলে ফিফটি, এরপর একটু সময় নিলেন। নার্ভাস নাইন্টিজে গিয়ে অনেকটা সময় আটকেও রইলেন। তবু সেঞ্চুরি তুলে নিতে ৮৮ বলের বেশি লাগেনি শাহজাদের। অথচ মাঝের পাঁচ ব্যাটসম্যান মিলে সাকুল্যে করেছেন ২৩ রান, আফগানিস্তানেরও তাই বিপদ কাটেনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৯ ওভার শেষে ৫ উইকেটে ১৩৩ রান। ৯০ বলে ১০৪ রানে অপরাজিত আছেন শাহজাদ। ইতোমধ্যেই এই ইনিংসে ১০টি চার আর ৬টি ছক্কা মেরেছেন আফগান ব্যাটিং সেনসেশন। সঙ্গে থাকা মোহাম্মদ নবি এখনও রানের খাতা খুলতে পারেননি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।