৬৯৬ দিন পর ভারতের অধিনায়ক ধোনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

বিরাট কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নেতৃত্ব ছেড়েছেন প্রায় দুই বছর হতে চলল। ৬৯৬ দিন পর আবারও ভারতের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি, আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পড়েছে ক্যাপ্টেন কুলের কাঁধে।

নিয়মিত অধিনায়ক কোহলি বিশ্রামে থাকায় এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে তিনিও বিশ্রামে। তার অনুপস্থিতিতে পুরোনো সেনানী ধোনিকেই বেছে নিয়েছে ভারত।

আফগানিস্তানের বিপক্ষে টস করতে নেমে অবশ্য মনের আরেকটি আশা পূরণ হয়ে গেছে ধোনির। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দলকে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কপাল ভালো না হলে হয়তো সেই আশাটা কোনোদিনই পূরণ হতো না ক্যাপ্টেন কুলের।

টস করার সময় ধোনি নিজেও বলছিলেন ভাগ্যের এই কথাটা। দল নিয়ে কথা বলার এক পর্যায়ে ভারতের সফলতম অধিনায়ক বলেন, '২০০তম ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছি। এটা আসলে আমার নিয়তি ছিল।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।