ভারতীয় দর্শকের ‘দুলাভাই’ ডাকে সাড়া দিলেন মালিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক শোয়েব মালিক। দীর্ঘদিন ধরে খেলছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে। তবে বৈবাহিক সূত্রে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথেও তার রয়েছে আত্মীয়তার সম্পর্ক। কেননা ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছেন তিনি।

এ কারণে পাকিস্তানি নাগরিক হয়ে ভারতের কাছে তিনি তাদের 'জামাইবাবু'। সানিয়ার সাথে বিয়ের পরে ভারতের সাথে মালিকের সম্পর্কটাও হয়েছে বেশ পোক্ত। স্ত্রীর সাথে বসে প্রায়ই তিনি উপভোগ করেন ভারতের ম্যাচ, কখনো হয়তো সানিয়ার মন জয় করতে সমর্থনও দেন ভারতীয় ক্রিকেট দলকে।

কিন্তু ভারত-পাকিস্তান যখন মুখোমুখি তখন আর এটির সুযোগ থাকে না। তখন মালিক পুরোপুরি ভারতের শত্রু, ভুলে যান আত্মীয়তার সম্পর্কের কথা। তবে উৎসুক দর্শকরা কি আর ভুলতে দেন সে কথা!

রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দুবাইতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ম্যাচের একপর্যায়ে ভারতের ব্যাটিংয়ের সময় সীমানায় ফিল্ডিং করতে আসেন মালিক। তখন পেছন থেকে তাকে 'দুলাভাই' বলে ডাকতে থাকেন ভারতীয় দর্শকরা।

ভারতীয় সমর্থকরা বেশ কয়েকবার, 'দুলাভাই, এদিকে তাকাও' বলে ডাক দেয়ার পরে মালিক ঘাড় ঘুরিয়ে সেই ভারতীয় সমর্থকের দিকে তাকিয়ে হাতও নাড়ান। সাড়া পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় সেই দর্শক। এই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ভিডিও:

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।