রুবেলের ‘ভাইঙ্গে’ দেয়া ফিরে এলো মোস্তাফিজের ‘উড়িয়ে’ দেয়ায়

শাহাদাৎ আহমেদ সাহাদ
শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ , স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

বছর তিনেক আগে একটি বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানে টেলিভিশন কমার্শিয়ালে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। সে কমার্শিয়ালে রুবেলের মুখ থেকে শোনা যায়, ‘ডাইরেক্ট ভাইঙ্গে দেব’ অর্থাৎ সোজা বোল্ড করে দেবেন।

এই বিজ্ঞাপন করার পাঁচ বছর আগেই রুবেল আক্ষরিক অর্থেই ‘ভাইঙ্গে’ দিয়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। মাত্র ১৭৪ রান ডিফেন্ড করতে নেমে রুবেলের করা দুর্দান্ত শেষ ওভারেই ৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। একইসাথে হোয়াইওয়াশের স্বাদ দেয়া হয়েছিল কিউইদের।

চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রুবেলের সেই ‘ভাইঙ্গে’ দেয়ার স্মৃতিই ফিরিয়ে আনলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে তিনি ভাইঙ্গে দেননি, আফগানদের হারিয়েছেন ‘উড়িয়ে’।

ম্যাচের শেষ বলে আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৪ রান। মোস্তাফিজের করা অফস্টাম্পের বাইরের বল সজোরে ব্যাট ঘোরান সামিউল্লাহ শেনওয়ারি। কিন্তু তিনি শুধু সক্ষম হন সে বলে বাতাস দিতেই। উল্টো এতো জোড়েই ব্যাট ঘোরান যে ব্যাট হাত থেকে ছিটকে ‘উড়ে’ চলে যায় শর্ট মিডউইকেটে, কিন্তু বল জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে।

Magician-Musta

বাংলাদেশ পায় মাত্র তিন রানের ব্যবধানে জয়! নিজেদের ৩১ বছরের ওয়ানডে ইতিহাসে টাইগারদের এর চেয়ে কম ব্যবধানের জয় রয়েছে আর মাত্র একটি। সে ম্যাচেও শেষ দিকে প্রতিপক্ষের দরকার ছিল চার রান, বোলিংয়ে ছিলেন রুবেল। দুর্দান্ত ইয়র্কারে তিনি ‘ডাইরেক্ট ভাইঙ্গে’ দিয়ে দলকে এনে দিয়েছিলেন তিন রানের রোমাঞ্চকর জয়।

সাল ২০১০, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের শেষ ম্যাচ। সিরিজে আগের সবক’টি ম্যাচ জেতায় প্রথমবারের মতো কোনো পূর্ণশক্তির টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন বাংলাদেশ। কিন্তু টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মনঃপুত করতে পারেনি বাংলাদেশ।

আগের তিন ম্যাচে টাইগাররা সহজে জয় পেলেও শেষ ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন পুরো সিরিজ জুড়েই অলরাউন্ড নৈপুণ্য দেখানো অধিনায়ক সাকিব আল হাসান। ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৩৪ রান, মুশফিকুর রহিম করেন ২৯ রান। ইনিংসের ৫.৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৭৪ রানে।

তখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এতো কম রানে জেতার রেকর্ড ছিলো না একটিও। তাই বল করতে নামার আগেই মনস্তাত্ত্বিক ভাবে খানিক পিছিয়ে যায় সাকিবের দল। তবে বোলিংয়ের শুরু থেকে আর মাঠে বোঝা যায়নি সে ছাপ। দ্বিতীয় ওভার থেকেই কিউই ব্যাটসম্যানদের উপর সওয়ার হন টাইগার বোলাররা।

দ্বিতীয় ওভারে ব্রেন্ডন ম্যাককালামকে সাকিবের হাতে ক্যাচ বানিয়ে শুরু করেন রুবেল হোসেন, যা কিনা থামে সপ্তম ওভারে রস টেলরকে আব্দুর রাজ্জাকের করা সরাসরি বোল্ড আউটের মাধ্যমে। এ ৭ ওভারের মধ্যেই নিজেদের প্রথম ৫ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। জোরদার হয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা।

তবে লক্ষ্য ছিলো অল্প, তাই ষষ্ঠ উইকেটে কোণো তাড়াহুড়ো করার প্রয়োজন বোধ করেন না কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ও পেস বোলিং অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট। প্রায় ২৪ ওভার উইকেটে থেকে দুজন মিলে গড়েন ৮৬ রানের জুটি। ধীরে ধীরে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। তখনই ত্রাতার ভূমিকায় আবির্ভাব ঘটে সাকিবের। ডিপ মিডউইকেটে দুর্দান্ত ক্যাচ ধরেন শফিউল। ১০৬ রানে ঘটে ষষ্ঠ উইকেটের পতন। শেষের ১৯ ওভারে ৪ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের জয়ের জন্য বাকি থাকে মাত্র ৬৯ রান।

বাংলাদেশের পথের কাঁটা হয়ে তখনো টিকে থাকেন এলিয়ট। ধীরে সুস্থে পূরণ করেন নিজের অর্ধশত, কাইল মিলসকে সাথে নিয়ে এগুতে থাকেন জয়ের পথে। তখনই হুট করে ভুল শট খেলে বসেন এলিয়ট। দলীয় ১৪৩ রানের মাথায় সাজঘরে ফিরে সহজ করেন বাংলাদেশের জয়ের লক্ষ্য।

rubel

তবে এতো সহজেই ছাড় দিতে নারাজ ছিলেন কিউই পেসার কাইল মিলস। দশম উইকেটে হ্যামিশ ব্যানেটকে সাথে নিয়ে লড়তে থাকেন দাঁতে দাঁত চেপে। ৪৫তম ওভারের শেষ বলে অ্যান্ডি ম্যাকাই ফিরে যাওয়ার সময় কিউইদের প্রয়োজন ছিল ত্রিশ বলে ৩০ রান। ৪ ওভার থেকে ২২ রান নিয়ে শেষ ওভারে বাকি রাখেন মাত্র ৮ রান।

বোলিংয়ে আসেন রুবেল। মাত্র দেড় বছরের অভিজ্ঞতাসম্পন্ন রুবেল প্রথম বলটা করে বসেন লেগস্টাম্পে। ফাইন লেগ দিয়ে চার মেরে লক্ষ্যমাত্রা ৫ বলে চারে নামিয়ে আনেন মিলস। প্রথম বলে বাউন্ডারি হজম করে সম্বিৎ ফেরে রুবেলের। ওভারের দ্বিতীয় বলটি করেন ইয়র্কার, কোনোমতে ঠেকিয়ে দেন মিলস।

ম্যাচের অবস্থা তখন বাংলাদেশের জয়ের জন্য চাই শেষ উইকেটটি, নিউজিল্যান্ডকে করতে হবে ৪ বলে ৪ রান। একবার ফিল্ড পজিশন ভালো করে দেখে নেন মিলস, রুবেলও হালকা ঠিক করে নেন নিজের ফিল্ডারদের। দৌড় শুরু করেন তৃতীয় বলটি করতে, ওদিকে প্রস্তুত মিলস।

হয়তো ভেবেছিলেন এ বলটিও লেগস্টাম্পে করবেন রুবেল, তাই আগেই উইকেট ছেড়ে লেগসাইডে সরে গিয়েছিলেন মিলস। কিন্তু রুবেল করে নিখুঁত ইয়র্কার, ‘ডাইরেক্ট ভাইঙ্গে’ দেন মিলসের লেগ স্টাম্প। বাংলাদেশ পায় তিন রানের অবিস্মরণীয় জয়। পায় প্রথমবারের মতো কোনো পূর্ণশক্তির টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার স্বাদ।

সেদিন পাওয়া তিন রানের জয়টিই রোববারের আগপর্যন্ত ছিলো বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানে পাওয়া জয়ের রেকর্ড। রোববার রাতে সামিউল্লাহ শেনওয়ারি তথা আফগানদের ‘উড়িয়ে’ দিয়ে এ রেকর্ডে নতুন আরেকটি ম্যাচ যোগ করেন মোস্তাফিজুর রহমান।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।