প্রয়োজনের সময়ে ইমরুলের দায়িত্বশীল ফিফটি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

দলে তার অন্তর্ভুক্তি ঘিরে ছিলো নানান আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছিল হুট করে কেনো দেশ থেকে উড়িয়ে নেয়া হলো তাকে। এসব সমালোচনা, প্রশ্নের জবাবটা নিজের ব্যাটেই দিলেন ইমরুল কায়েস। দলের চরম প্রয়োজনের মুহূর্তে করলেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধশত।

ইনিংসের ১৯ থেকে ২১ পর্যন্ত তিন ওভারের ছোট ঝড়ে টালমাটাল অবস্থায় পড়ে যায় বাংলাদেশ।

সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ষষ্ঠ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন ইমরুল। ধৈর্য্যশীল ইনিংসে ৭৭ বলে করেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধশত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪৭ ওভারে ৬ উইকেটে ২২১ রান। ৮৩ বল থেকে ৬০ রান নিয়ে খেলছেন ইমরুল।

তাকে সঙ্গ দিতে নেমেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৮১ বল থেকে ৭৪ রান করে সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহ।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।