ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাত্তা না পাওয়ায় পাকিস্তানের জন্য এ ম্যাচটি নিজেদের সম্মান ফিরে পাওয়ারও বটে।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। এ ম্যাচের জয়ী দল বেশ খানিক পথে এগিয়ে যাবে ফাইনালের পথে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে তাই নিজেদের সেরা দুই খেলোয়াড়কে ফিরিয়ে এনেছে পাকিস্তান।

আগের ম্যাচে বিশ্রাম পাওয়া বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও লেগস্পিনার শাদাব খানকে ফেরানো হয়েছে একাদশে। বাদ পড়েছেন উসমান খান ও হারিস সোহাইল। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদভ, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ আমির।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।