ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো নেই তামিম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

২০০৭ সালে অভিষেক। এরপর থেকে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচই মিস করেছেন তামিম ইকবাল। এবারেরটি নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতকে মোকাবেলার সুযোগ হারালেন দেশসেরা এই ওপেনার।

২০১৪ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি তামিম। এটিই ছিল তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে না খেলা। ওই ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

ভারতকে পেলেই চওড়া হয়ে উঠে তামিমের ব্যাট। এই দলের বিপক্ষেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পান এই ওপেনার। সর্বমোট ১৮টি মাচ খেলেছেন, করেছেন ৫৭৪ রান। সর্বোচ্চ ৭০। হাফসেঞ্চুরি ৭টি।

ওয়ানডে ক্যারিয়ারে তামিম সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। তাদের বিপক্ষে এই ওপেনারের হাফসেঞ্চুরি ৯টি। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ হাফসেঞ্চুরি ভারতের বিপক্ষে।

এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই কব্জির চোটে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে তামিমের। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে ভাঙা হাত নিয়েই শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে গিয়েছিলেন তিনি। তার সাহসী আর মারকুটে ব্যাটিং পুরো এশিয়া কাপ জুড়েই নিঃসন্দেহে মিস করবে টিম বাংলাদেশ।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।