বিরাট কেন বিশ্রামে : ক্ষুব্ধ সম্প্রচার কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে বিরাট কোহলির না খেলা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। এশিয়া কাপের ভারতীয় দলে বিরাটের না খেলা নিয়ে রীতিমতো অভিযোগ তুলেছে এশিয়া কাপের সম্প্রচার সংস্থা স্টার ইন্ডিয়া। যা নিয়ে এক রকম ঝামেলাই লেগে গেছে ভারতীয় বোর্ডের সঙ্গে। হয়েছে ই-মেইল চালাচালিও।

বিরাট খেলছেন না বলেই যতই বিরক্তি সম্প্রচার কর্তৃপক্ষের। বিশ্ব ক্রিকেটের এই তারকা ক্রিকেটার না থাকায় ম্যাচের সময় বিজ্ঞাপনের বাজারে প্রভাব পড়েছে বলে দাবি তাদের। এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে ই-মেইলও করছে তারা। এতেই শেষ নয়, বোর্ড মহলের খবর বিরাটকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়ার ব্যাপারে আপত্তি তুলেছিল স্টার ইন্ডিয়া।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এ নিয়ে ই-মেইল করে জানিয়েছে স্টার ইন্ডিয়ান। তাদের দাবি, ভারত এশিয়া কাপে সেরা দল পাঠায়নি। ফলে বিজ্ঞাপনের বাজার কিছুটা হলেও ধাক্কা খাচ্ছে। পাল্টা ই-মেইল করে বিসিসিআই’র প্রধান নির্বাহী রাহুল জোহরি লিখেছেন এসিসির থিসুথ পেরেরাকে। তিনি লিখেছেন, ‘এটা শুনে রাখুন যে, দলটা তৈরি করে বোর্ডের অনুমোদিত নির্বাচক কমিটি।’

এক কথায় গোটা ব্যাপারটা সম্প্রচারক সংস্থার বক্তব্য মেনে নিতে পারেনি বিসিসিআই কর্মকর্তারা। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় দল তৈরির ব্যাপারে সম্প্রচারক সংস্থার নাক গলানো মোটেও ভালো ভাবে দেখছেন না তারা। এক বোর্ড কর্মকর্তা যেমন বলেছেন, ‘ভারতীয় টিমে কে খেলবে, কে খেলবে না, সেটা একান্ত ভাবেই আমাদের ব্যাপার।’

জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেছেন, ‘আমি ইংল্যান্ডে তৃতীয় টেস্টের সময় ছিলাম। তখন ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে আলোচনায় বসেছিলাম। তখনই ঠিক হয় বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে। সেই নীতি মেনেই এশিয়া কাপে বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।