নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ পেলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

কয়েকদিন আগেই ফিটনেস পরীক্ষা দিয়েছেন মিরপুরে। সেখানে দেখা গেল অন্য যে কারও চেয়ে খুব ভালো করেছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের বাইরে থাকার পরও ফিটনেস টেস্টে স্কোর করেছিলেন ১১.৪। যেখানে ১০ হলেও যথেষ্ট মনে করা হয়। কিন্তু আশরাফুল তো আর ঘরোয়া লিগে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। নিয়ে যেতে চান আরও অনেক দূর। তার চোখ যে, জাতীয় দলে ফেরা!

এই লক্ষ্য পূরণের প্রাথমিক একটা ধাপ পেয়ে গেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে খুলনায় আয়োজন করা হয়েছে একটি চারদিনের ম্যাচের। যেখানে খেলবেন মোহাম্মদ আশরাফুলও। ‘এ’ দল, এইচপি কিংবা জাতীয় দলে খেলারমত ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে ১৩ জন করে মোট ২৬ জন নিয়ে দুটি স্কোয়াড। আশরাফুল খেলবেন টিম ‘এ’ তে।

ফিক্সিংয়ের কারণে ৫ বছর নিষিদ্ধ ছিলেন আশরাফুল। ঘরোয়া ক্রিকেটে আর এক বছর আগে ফিরতে পারলেও আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট খেলতে পারছিলেন না। এবার আগস্টে পুরোপুরি মুক্তি মিলেছে তার। নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর আশরাফুলের সামনে বড় সুযোগ হচ্ছে জাতীয় লিগ। তার আগে খুলনায় চারদিনের এই ম্যাচটিকে বড় সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

১৯ তারিখ থেকে ম্যাচটি শুরু হলেও আজই খুলনায় পৌঁছে গেছেন আশরাফুল। জাগো নিউজের সাথে আলাপে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। এই একটি ম্যাচ দিয়েই যে জাতীয় দলে চলে আসতে পারবেন, সেটা নয়। আশরাফুল তেমনটা ভাবেনও না। বিসিবির অধীনে এটি একটি বিশেষ ম্যাচ। বাইরে থাকা ক্রিকেটারদের পরখ করে নেয়ার জন্য এই ম্যাচটির আয়োজন। তার ওপর, এই ম্যাচ থেকেই নির্বাচকদের নজরে পড়ার দারুণ সুযোগ। নিষেধাজ্ঞা মুক্তির পর বিসিবির কোনো দলে এই প্রথম সুযোগ পেলেন তিনি।

এ কারণেই আশরাফুল জানালেন, ‘জাতীয় দলে ফেরার জন্য এই ম্যাচ বড় সুযোগ, এমনটা মনে করছি না। তবে জাতীয় লিগের আগে নিজের প্রস্তুতিটা কেমন হলো সেটাই যাছাই করতে পারবো এই ম্যাচ দিয়ে। চেষ্টা করবো এই ম্যাচে দীর্ঘক্ষণ উইকেটে টিকে থেকে ব্যাট করতে। আমি ধীরে ধীরে এগুতে চাই। এভাবে যে সুযোগগুলো সামনে আসবে, সেগুলোকে কাজে লাগাতে চাই। তাহলেই আমি মনে করি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

১৯ থেকে ২২ সেপ্টেম্বর ‘এ’ টিম এবং ‘বি’ টিম নামে খেলবে দল দুটি। গত প্রিমিয়ার লিগে আশরাফুল ৫টি সেঞ্চুরি করলেও আশরাফুলের স্ট্রাইক রেট ছিল খুব কম। মাত্র ৭৮। সেটা সমালোচনার জন্ম দিয়েছিল। আশরাফুলের প্রথম চেষ্টা থাকবে নিজের ব্যাটিং স্টাইলের পরিবর্তন আনা এবং জাতীয় দলে খেলার উপযোগী হিসেবে নিজেকে প্রমাণ করা।

খুলনার এই ম্যাচে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বি, জোবায়ের হোসেন লিখনরাও।

খুলনায় চারদিনের ম্যাচের খেলোয়াড় তালিকা

টিম ‘এ’ : মোহাম্মাদ সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন ধ্রুব, মো. আল আমিন (জুনিয়র), মো. মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, তানভীর হায়দার খান, তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম।

টিম ‘বি’ : ইমরুল কায়েস, মো. আব্দুল মজিদ, মো. জাকির হোসেন, ফজলে মাহমুদ রাব্বী, কাজী নুরুল হাসান সোহান, মো. সাদমান ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, মো. এবাদত হোসেন চৌধুরী, জোবায়ের হোসেন লিখন ও ইফতেখার সাজিদ।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।