হারলেই বিদায় লঙ্কানদের, সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তিন দলের গ্রুপে বিশাল এ জয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ। শুধু তাই নয় সোমবার আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের পরেই নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশ দলের সুপার ফোরে খেলার টিকিট।

এবারের এশিয়া কাপে অংশ নেয়া ছয় দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল নিয়ে হবে সুপার ফোর। প্রথম ম্যাচে ১৩৭ রানের বিশাল জয়ে গ্রুপ পর্ব পার করার পথে অনেকখানি এগিয়ে গেছে বাংলাদেশ। অন্যদিকে খাঁদের কিনারায় পৌঁছে গেছে শ্রীলঙ্কা। সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের জন্য ম্যাচটি বাচা-মরার লড়াই। কেননা এ ম্যাচে হারলেই নিশ্চিত হয়ে যাবে দুই ম্যাচ হারা শ্রীলঙ্কার বিদায়। এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে পৌঁছে যাবে আফগানিস্তান ও বাংলাদেশ। যার ফলে ২০ তারিখ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচটি হয়ে যাবে অনর্থক নিয়ম রক্ষার ম্যাচ।

দুই দলের সাম্প্রতিক ফলাফল বলছে সোমবারের ম্যাচটি খেলতে নামার আগে লঙ্কানদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকবে আফগানরাই। নিজেদের শেষ পাঁচটি ওয়ানডে শ্রীলঙ্কা জিতেছে মাত্র ২টিতে, অন্যদিকে আফগানিস্তানের জয় ৪টি ম্যাচে। যদি দুই দলের প্রতিপক্ষ ও পরিস্থিতি ছিলো পুরোপুরি ভিন্ন, তবু টানা জয় ও টানা পরাজয়ের যে মানসিক পার্থক্য তা ব্যবধান গড়ে দিতে পারে যেকোন সময়।

এছাড়াও আফগান দলে দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানের উপস্থিতি তাদেরকে এগিয়ে রাখছে অনেকটাই। অন্যদিকে ছন্দে থাকা লাসিথ মালিঙ্গার শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবার নয়। তবে বাংলাদেশ দল কিংবা বাংলাদেশের সমর্থকদের চাওয়া থাকবে এ ম্যাচে যেন জয় পায় আফগানিস্তানই। কেননা আফগানিস্তান এ ম্যাচ জিতলে পুরোপুরি চাপহীন ভাবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি খেলত পারবে বাংলাদেশ।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।