টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অন্যতম ফেবারিট পাকিস্তান। প্রতিপক্ষ বাছাই পর্ব উৎরে আসা দল হংকং। তবে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য গেলো হংকংয়েরই পক্ষে এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

একই স্টেডিয়ামে আগেরদিন উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকুর রহীমের বীরোচিত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ২৬২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। মুশফিক আউট হন ১৪৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পায় ১৩৭ রানের বিশাল ব্যবধানে।

সেই মাঠেই আজ নন-টেস্ট প্লেইং দেশ হিসেবে খেলতে নামছে হংকং। সামনে ফেবারিট পাকিস্তান হলেও প্রবল আত্মবিশ্বাসে বলিয়ান হংকং অধিনায়ক অংশুমান রাথ। টস করার পর সঞ্চালকের কাছে নিজের বক্তব্য দিতে গিয়ে হংকং অধিনায়ক বলেন, ‘আগের দিনের ম্যাচ দেখে এবং উইকেট একই রকম থাকার কারণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রস্তুত নিজেদের প্রমাণ করার জন্য। এখানে আসার দাবিদারও ছিলাম আমরা। বিশেষ করে মার্চে ওয়ানডে স্ট্যাটাস হারানোর পর নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত ছিলাম আমরা।’

পাকিস্তানও চেয়েছিল আগে ব্যাট করতে। কিন্তু টস ভাগ্য তাদের পক্ষে গেলো না। অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘আমরা চেয়েছিলাম আগে ব্যাট করতে। তবে আমরা চেষ্টা করবো তাদেরকে কম রানের মধ্যে আটকে রাখতে এবং সেটা টপকাতে। হংকং এই টুর্নামেন্টে খেলার জন্য যোগ্যতা অর্জন করে এসেছে। সুতরাং, তাদেরকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না। এটা একটা বড় টুর্নামেন্ট এবং আমরা এখন থেকেই সিরিয়াস। চার পেসার নিয়েই খেলতে নামছি।’

চার পেসার নিয়ে হংকংয়ের মোকাবেলা করছে পাকিস্তান। তাদের বোলিং অ্যাটাক দেখলেই যে কারো পিলে চমকে যাবে। মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি, উসমান খান। স্পিনার শাদাব খান তো আরও ভয়ঙ্কর।

পাকিস্তান একাদশ : ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি, উসমান খান।

হংকং : অংশুমান রাথ (অধিনায়ক), বাবর হায়াত, নিজাকাত খান, তানভির আফজাল, আইজাজ খান, ক্রিস্টোফার কারটার, নাদিম আহমেদ, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), এহসান খান, এহসান নওয়াজ এবং কিঞ্চিত শাহ।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।