এখনো অনেক শেখার বাকি কোহলির!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। ছাড়িয়ে গেছেন নিজেকেও। হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক, জিতেছেন সিরিজে ভারতের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। বেশ কয়েক বছর ধরেই ক্রিকেটে ব্যাটিং রাজত্বটা নিজের কাছেই রেখেছেন কোহলি।

তবু কোহলির নাকি এখনো অনেক কিছু শেখার বাকি। সেটি তাও অন্য কেউ নন, বলছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তবে গাভাস্কারের অবশ্য ব্যাটসম্যান কোহলি নিয়ে কোন সংশয় নেই। মূলত অধিনায়ক কোহলিতেই আরও উন্নতি চান গাভাস্কার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ৫ ম্যাচের ১০ ইনিংসে কোহলি রান করেছেন ৫৯৩, হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি। ব্যাট হাতে নিজের উপর থাকা সকল সমালোচনার জবাব দিলেও অধিনায়কত্ব দিয়ে মন জয় করতে পারেননি কোহলি। কেননা তার দল যে সিরিজ হেরে গেছে ৪-১ ব্যবধানে।

অধিনায়ক কোহলির ঘাটতিগুলো তুলে ধরে সংবাদ মাধ্যমে গাভাস্কার বলেন, 'বিরাটের এখনো অনেক কিছুই শেখার বাকি। আমরা দক্ষিণ আফ্রিকায় যেমন দেখেছি, ইংল্যান্ডেও তেমনই হলো। এসব জায়গায় বোলিং পরিবর্তন বা ফিল্ড সেটিংয়ে কোহলির খানিক চতুরতা অনেক বড় পরিবর্তন এনে দিতে পারতো। দুই সিরিজেই এই জিনিসটার ঘাটতি ছিল। তার অধিনায়কত্বে অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট।'

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।