ওভাল টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিকরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

সিরিজের প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল স্বাগতিক ইংল্যান্ড। ওভালে সিরিজের শেষ ম্যাচের যা গুরুত্ব ছিলো দলের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের বিদায়ী টেস্ট হওয়ায়। কুকের বিদায়টাও জয় দিয়েই উদযাপন করার প্রায় সব প্রস্তুতিই সেরে ফেলেছে ইংলিশরা। সিরিজের চতুর্থ পরাজয়ের মুখে সফরকারী ভারত।

চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। স্বান্তনার জয়ে সিরিজ শেষ করতে শেষ দিনে তাদের করতে হবে আরও ৪০৬ রান। এর আগে অ্যালিস্টার কুক ও জো রুটের জোড়া সেঞ্চুরিতে ভারতের সামনে ৪৬৪ রানের বিশাল সংগ্রহ ছুঁড়ে দেয় ইংল্যান্ড।

দিনের শুরুতেই ফিফটি তুলে নেন ৪৬ রান নিয়ে খেলতে নামা কুক। পঞ্চাশ ছুঁয়ে ফেলেন অধিনায়ক রুটও। ধীরে ধীরে দুজনই এগিয়ে যান শতকের পথে। ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের অভিষেক ও বিদায়ী টেস্টে সেঞ্চুরি করার বিরল রেকর্ড অর্জন করেন কুক। আউট হন ১৪৭ রান করে।

কুকের এক বল আগে সাজঘরে ফেরেন অধিনায়ক রুট। তার ব্যাট থেকে আসে ১২৫ রান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ২৫৯ রান। শেষ দিকে বেন স্টোকসের ৩৭, স্যাম কুরানের ২১ ও আদিল রশিদের ২০ রানের ইনিংসে ৮ উইকেটে ৪২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

৪৬৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ রানেই প্রথম তিন উইকেট হারায় ভারত। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো প্রথম বলেই শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। চতুর্থ উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। রাহুল ৪৬ ও রাহানে ১০ রান নিয়ে দিন শেষ করেন। ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫৮ রান।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।