এশিয়া কাপ শেষ চান্দিমালের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপ শেষ হয়ে গেল শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালের। আঙুলের চোট পুরোপুরি সেরে না উঠায় ১৬ সদস্যের দল থেকে তার নামটি প্রত্যাহার করে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তার স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।

ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে আঙুলের এই চোটে পড়েছিলেন চান্দিমাল। তবে দলের অন্যতম সেরা এই তারকাকে ছাড়া এশিয়া কাপের মতো আসরে যেতে চায়নি শ্রীলঙ্কা, তাকে নিয়েই দল ঘোষণা করেছিল।

তবে এখন পর্যন্ত আঙুলের চোটের তেমন উন্নতি হয়নি চান্দিমালের। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের চোট থেকে সেরে উঠতে আরও সময় প্রয়োজন বলেই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ফলে এশিয়া কাপে তাকে রাখার ঝুঁকি নিচ্ছে না তারা।

সংযুক্ত আরব আমিরাতে শনিবার থেকে শুরু হচ্ছে ছয় জাতির এশিয়া কাপ টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই ম্যাচ শ্রীলঙ্কার। প্রতিপক্ষ বাংলাদেশ।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।