মোস্তাফিজে মুগ্ধ বোলিং কোচ ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

২০১৬ সালে প্রথমবারের মতো ইনজুরিতে পড়ার পর থেকেই একধরনের অনিশ্চয়তা শুরু হয়েছে বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানকে ঘিরে। বাঁহাতি এই পেসার কখন পুরোপুরি ফিট থাকেন আর কখন থাকেন ইনজুরিতে তা নিয়েই যত সংশয়। গত বছর দুয়েকে পুরোপুরি ফিট মোস্তাফিজকে পাওয়া গিয়েছে খুব অল্প সময়েই।

নিত্য নতুন ছোট-বড় ইনজুরির সাথে লড়াই করেই খেলে যাচ্ছেন তিনি। যার ফলে তার কাছ থেকে সেরাটা পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে হাফ ফিট মোস্তাফিজ দলের জন্য যতটা করছেন বা যেভাবে নিজেকে মেলে ধরছেন তাতেই সন্তুষ্ট দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তবে ওয়ালশেরও চাওয়া পুরোপুরি ফিট মোস্তাফিজ। কারণ তিনিও জানেন সেরা ফর্মের ফিজকে পেতে পুরোপুরি সুস্থ্যতার বিকল্প নেই।

আসন্ন এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। স্বেচ্ছা অনুশীলন করছেন এখন ক্রিকেটাররা। সেখানেই চোখ রাখছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তারই ফাঁকে শনিবার কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে। আলোকপাত করেছেন সাম্প্রতিক নানান বিষয়ে। বিশদ আলাপ করেছেন মোস্তাফিজের বর্তমান পরিস্থিতির ব্যাপারে। প্রশংসায় মাতিয়ে রাখেন প্রিয় শিষ্যকে।

এশিয়া কাপের আগে দলের সেরা সম্পদের বর্তমান অবস্থা কি? এমন প্রশ্নের জবাবে ওয়ালশ জানান, ‘আমার মনে হয় মোস্তাফিজ খুব ভালোভাবেই ফিরছে। তবে তার যেখানে থাকা উচিৎ সেখানে এখনো নেই। দলের সাথে যোগ দেয়ার পরে ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত খেলেছে। তার সাথে থাকা ইনজুরিগুলো কেটে গেলে সে কেবল আরো দুর্দান্তই হবে। তার বিশেষ স্কিল রয়েছে। আমাদের জয়ের আশা বাড়াতে তাকে খুবই দরকার। আমি মনে করি মোস্তাফিজ সবসময় আপনার সম্ভাবনা বাড়িয়ে রাখবে। আশা করছি এশিয়া কাপে তার সেরাটাই পাবো আমরা।’

মোস্তাফিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও ইনজুরির কারণে তার সাথে বিশেষ কোন কাজ করতে না পারার আক্ষেপ শোনা যায় ওয়ালশের কণ্ঠে। তবে আসন্ন এশিয়া কাপেই সেই আক্ষেপ ঘুচবে বলে মনে করেন এ ক্যারিবীয়ান কিংবদন্তী।

‘আমার মনে হয় না তার উপরে থাকা ওয়ার্কলোড কমানো দরকার আছে। সে খুবই ভালো বোলিং করছে। আমি তার সাথে স্কিল নিয়ে আরো কাজ করবো। ইনজুরির কারণে এখনো তার সাথে বিশেষভাবে কাজ করা হয়নি। আশা করছি এশিয়া কাপে আমরা একসাথে বিশেষ কিছু করতে পারব।’

এসময় মোস্তাফিজের সেরা পেতে যে তার ফিটনেসের শতভাগ দরকার তা জানিয়ে ওয়ালশ বলেন, ‘সে নিজেই জানে তার করণীয় কি। আমরা কেবল পুরোপুরি ফিট মোস্তাফিজকে পেলেই খুশি। এশিয়া কাপের শুরুতেই তার ফিটনেসের শতভাগ নিশ্চিত করতে হবে আমাদের। ফ্লু ভাইরাসে আক্রান্ত ছিল সে। তার উপর থাকা চাপ নিয়ে যদি খুশি থাকে এবং মানিয়ে নিতে পারে তাহলে এতে আমার কোন সমস্যা নেই।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।