একাই ভারতের সব উইকেট নিতে চান হাসান আলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের এবারের আসর আরব আমিরাতে হওয়ায় এটি পাকিস্তানের জন্য অনেকটা ঘরের মাঠের টুর্নামেন্ট। এই আসরে তাই শিরোপা জেতার অন্যতম ফেবারিট মানা হচ্ছে তাদেরকে।

গ্রুপ ‘এ’তে হংকং ও ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ১৯ সেপ্টেম্বর তারিখে হবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচটি। সেই ম্যাচে একাই ভারতীয় ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তানের ডানহাতি পেসার হাসান আলি।

শুধু তাই নয়, বর্তমানে ভারতের চেয়ে পাকিস্তানই এগিয়ে রয়েছে বলে মনে করছেন হাসান। অনুশীলনের ফাঁকে তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘এখন আমরাই এগিয়ে রয়েছি। আমাদের বিপক্ষে শেষ ম্যাচটি হারায় তারাই চাপে থাকবে। আরব আমিরাতে ম্যাচ মানে আমাদের জন্য হোম গ্রাউন্ডই বলা যায়। কারণ আমরা এখানের কন্ডিশন সম্পর্কে সব জানি।’

তিনি আরও বলেন, ‘তবে ভারত ভালো দল। আমার ইচ্ছা তাদের বিপক্ষে শুধু পাঁচ উইকেট নয়, পুরো দশ উইকেটই নিতে চাই। আমার উইকেট উদযাপনের আমার ভক্ত-সমর্থকরা খুশি হয়। তাদের খুশি অনেক বাড়িয়ে দিতে চাই। ভারতের বিপক্ষে ম্যাচে চাপ থাকবেই। তবে আমি চাপের মধ্যেই খেলতে পছন্দ করি। কারণ চাপের মুখে আমি নিজের সেরাটা বের করে আনতে পারি।’

এসময় ভারতীয় ক্রিকেট দলের এশিয়া কাপের স্কোয়াডে বিরাট কোহলির না থাকাটা পাকিস্তানের জন্য সুবিধাজনক হয়েছে বলে জানান হাসান। তিনি বলেন, ‘বিরাট কোহলি খুব ভালো ব্যাটসম্যান। সবাই জানে যে সে একাই ম্যাচ ঘুরিয়ে ফেলতে পারে। এশিয়া কাপে সে না থাকলেও ভারতের স্কোয়াডটা দারুণ হয়েছে। অনেক ভালো খেলোয়াড় আছে। তবে কোহলি না থাকায় সুবিধা হয়েছে সে যতোটা চাপ কাটিয়ে সেরাটা খেলতে পারে, বাকিরা সেটা পারে না।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।