বাছাইপর্ব পেরিয়ে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সঙ্গী হংকং

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের ১৪তম আসরটি মাঠে গড়াবে ১৫ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। বাকি ছিল একটি দল, যে দলটিকে বাছাইপর্ব পেরিয়ে এসে টুর্নামেন্টে জায়গা করে নিতে হতো।

বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা সেই দলটি হলো হংকং। কিনারা ওভালে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মূলপর্বে উঠেছে তারা।

এশিয়া কাপের ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। 'বি' গ্রুপে ছিল ভারত আর পাকিস্তান। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছে হংকং।

গত ২৯ আগস্ট মালয়েশিয়ায় ছয় দলকে নিয়ে শুরু হয় এশিয়া কাপের বাছাইপর্ব। মালয়েশিয়া, হংকং, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত আর সিঙ্গাপুর খেলেছে এই বাছাইপর্বে। পাঁচ দলকে পেছনে ফেলে উঠে এসেছে হংকং।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।