‘৬০-৭০ ভাগ ফিট সাকিবও দলের বড় শক্তি’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট অঙ্গলে অন্যতম প্রধান আলোচনার বিষয় সাকিব আল হাসানের বাঁহাতের ইনজুরি। সংশয় জন্মেছিল সাকিবের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়েও। তবে দলের ফিজিও, চিকিৎসক ও বোর্ড প্রধানের সাথে আলোচনার পর সাকিব সিদ্ধান্ত নিয়েছেন এশিয়া কাপ খেলার।

তবু রয়ে গেছে সাকিবের আঙুলের ইনজুরির বর্তমান পরিস্থিতি বিষয়ক শঙ্কা। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকের সাক্ষাৎকারে সাকিব নিজেই বলেছেন তিনি কেবল ২০-৩০ ভাগ ফিট। সাকিবের এমন বক্তব্যের পর আবারো চিন্তায় পড়ে যায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। আবারো প্রশ্ন জাগে তবে কি এশিয়া কাপে শতভাগ পাওয়া যাবে না সাকিবের কাছ থেকে?

এই শঙ্কা বা সংশয়ের রেশ চলে আসে বৃহস্পতিবার অনুষ্ঠিত এশিয়া কাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও। দলের প্রধান কোচ স্টিভ রোডসকে সাকিবের সাম্প্রতিক সাক্ষাৎকারের ব্যাপারে বলা হলে তিনি জানান সাকিব এতো কম ফিট তা বিশ্বাস করেন না তিনি।

তবে পুরোপুরি ফিট না হলেও ৬০-৭০ ভাগ ফিট সাকিবও দলের বড় সম্পদ তা মনে করিয়ে দেন রোডস। তিনি বলেন, ‘সাকিব ২০-৩০ ভাগ ফিট, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সাকিব আরও বেশি ফিট। তবে আমি জানি সে পুরো ১০০% ফিট নয়। এও সত্যি যে ৬০-৭০ ভাগ সুস্থ্য সাকিবও দলের অন্যতম প্রধান সম্পদ ও শক্তি। দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য।’

সাকিবের ওই সাক্ষাৎকারের ব্যাপারে তেমন প্রতিক্রিয়া দেননি অধিনায়ক মাশরাফিও। তিনি বরং এই পুরো ব্যাপারটি ছেড়ে দেন সাকিবের হাতেই। মাশরাফি বলেন, ‘এই সিদ্ধান্তটা সাকিবের। তবে আমরা জানি যে সে ওয়েস্ট ইন্ডিজেও শতভাগ ফিট ছিল না, তাও খেলেছে, ভাল খেলেছে, নিজের শতভাগ দিয়েছে। আমরা জানি সে যখনই খেলবে নিজের সেরাটা দিয়েই খেলবে।’

প্রথমে পবিত্র হজব্রত পালন ও পরে পরিবারের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় দলের সাথে অনুশীলন করা হয়নি সাকিবের। এ বিষয়টি দলের মধ্যে কেমন প্রভাব ফেলবে তা জিজ্ঞেস করা হলে রোডসের উত্তর, ‘সাকিব অনুশীলন করেনি এটা কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। ড্রেসিংরুমেও এ ব্যাপারে নেতিবাচক কোন আলোচনা নেই। পারফরমার সাকিব দলের সবার কাছে অনেক প্রিয়। ড্রেসিংরুমেও তার আলাদা একটি গ্রহণযোগ্যতা আছে।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।