শান্ত একা নন, তামিমেরও বিকল্প মুমিনুল!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

নাজমুল হোসেন শান্ত’র রিপোর্টের অপেক্ষায় নির্বাচকরা। তার বাঁহাতের আঙুলের চিড় রয়েছে কিনা তা জানা যায়নি। শান্ত আদৌ এশিয়া কাপ খেলতে পারবেন না কি-না তা এখনো নিশ্চিত নয়। তবে নির্বাচকরা এই অনিশ্চয়তার মধ্যে থাকতে রাজি নন।

তাই তারা একজন ব্যাক-আপ ক্রিকেটারকে দলভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। তার মানে ৯ সেপ্টেম্বর এশিয়া কাপে বাংলাদেশ যাবে ১৬ জন সদস্য নিয়ে। ১৬ নম্বর সদস্যের নাম মুমিনুল হক।

আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে দুর্দান্ত খেলা মুমিনুল দলের সঙ্গী হচ্ছেন- এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গী হচ্ছেন- আজ দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘আমরা ১৬ দলের জন দল নিয়ে এশিয়া কাপে যাচ্ছি। দলের সাথে থাকবেন মুমিনুল।’

নাজমুল হোসেন শান্ত যদি ফিট থাকেন তাহলেও কি মুমিনুল যাবেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে নান্নু জানালেন একটি গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বলেন, ‘তামিমেরও হাতে একটু চোট আছে। কাজেই আমরা বিকল্প বাঁহাতি ব্যাটসম্যান রেখে দিলাম। প্রয়োজন পড়লে যাতে মুমিনুলকে ব্যবহার করা যায়।’

এআরবি/এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।