গাভাস্কারের পর দ্বিতীয় দ্রুততম কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ৩১ আগস্ট ২০১৮

বিরাট কোহলি মাঠে নামবেন, আর রেকর্ড হবে না- তা কি হয় নাকি? সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানেই আউট হয়ে গেছেন ভারতীয় অধিনায়ক। তবে এই ইনিংসের মাঝেই নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ৬ হাজার রান করার কীর্তি দেখিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

ব্যাটিংয়ে নামার সময় এই রেকর্ড থেকে মাত্র ৬ রান দূরে ছিলেন কোহলি। জেমস অ্যান্ডারনের করা ইনিংসের ২২তম ওভারে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়েই মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় ব্যাটিং সেনসেশন।

দেশের পক্ষে দ্রুততম ৬ হাজার রান করতে কিংবদন্তি সুনীল গাভাস্কারের লেগেছে ৬৫ টেস্ট, ১১৭ ইনিংস। কোহলির লেগেছে তার চেয়ে ৫ টেস্ট বেশি। ৭০ টেস্টে ১১৯তম ইনিংসে এসে এই রেকর্ডে পা রেখেছেন ভারতীয় অধিনায়ক।

কোহলি এমন মাইলফলকে পা রাখার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা লিখেছে, 'আরেকটি দিন, ক্যাপ্টেন কোহলির আরেকটি মাইলফলক। টেস্টে ভারতের পক্ষে ৬ হাজার রান হলো।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।