কোহলি-পূজারার ব্যাটে ভারতের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৮

আবারও ভারতের হয়ে দাঁড়িয়ে গেছেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারা। তাদের চওড়া ব্যাটের দাপটে সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বেশ ভালো অবস্থানে আছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ১১৮ রান তুলেছে তারা।

বিরাট কোহলি অপরাজিত আছেন ৩৩ রানে। সঙ্গে পূজারা ৩৮ রান নিয়ে ব্যাট করছেন। আউট হয়েছেন দুই ওপেনার শেখর ধাওয়ান আর লোকেশ রাহুল।

দুইজনই শিকার স্টুয়ার্ট ব্রডের। ১৯ রানে থাকার সময় বাঁহাতি এই পেসারের এলবিডব্লিউয়ের শিকার হন রাহুল। ধাওয়ান ২৩ রান করে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

টেস্টের প্রথম দিনে স্যাম কুরানের ৭৮ রানে ভর করে বিপর্যয়ে পড়া ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রানের পুঁজি পায়। জবাবে দিন শেষে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৯ রান।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।