আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ৩০ আগস্ট ২০১৮

ঠিক সময়েই জ্বলে উঠল আয়ারল্যান্ড। প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচটি ছিল তাদের বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে জিতেছে আইরিশরা। বেলফাস্টে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক দল।

টসে জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছে আফগানিস্তান। টিম মুরতাঘের বোলিং তোপে ১৬ রানের মধ্যে ৪টি উইকেট হারিয়ে বসে তারা। এরপর অধিনায়ক আসঘর আফগানের ৩৯ আর নাজিবুল্লাহ জাদরানের ৪২ রানে ভর করে ৯ উইকেটে কোনোমতে ১৮২ রানের পুঁজি দাঁড় করায় সফরকারি দল। রহমত শাহ করেন ৩২ রান। আয়ারল্যান্ডের পক্ষে টিম মুরতাঘ ৩০ রান খরচায় নেন ৪টি উইকেট।

লক্ষ্যটা ছোট ছিল, তারপরও খুব সহজেই জয় পায়নি আইরিশরা। একটা পর্যায়ে ৪ উইকেটেই ১৪৪ রান তুলে ফেলা দলটি ১৮৩ তাড়া করতে গিয়ে খুইয়েছে ৭ উইকেট। অ্যান্ডি বালবিরিনের ৬০ রানই মূলত জয়ের ভিত গড়ে দিয়েছে স্বাগতিকদের। পল স্টারলিং ৩৯ রানে আউট হন। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে যান সিমি সিং, করেন অপরাজিত ৩৬ রান।

আফগানিস্তানের পক্ষে ৩৭ রানে ৩টি উইকেট নেন তারকা লেগস্পিনার রশিদ খান। এছাড়া দুটি উইকেট নেন মোহাম্মদ নবি।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।