দেশ আমার কদর করেনি : সাকলাইন মুশতাক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ আগস্ট ২০১৮

তিনি ক্রিকেটের কিংবদন্তি অফস্পিনার। শুধু পাকিস্তানেই নয়, বিশ্বজুড়ে সুখ্যাতি সাকলাইন মুশতাকের। দেশের বাইরে তাই আলাদা কদর পান পাকিস্তানের সাবেক এই অফস্পিনার। এখন কাজ করছেন ইংল্যান্ডের স্পিন উপদেষ্টা হিসেবে। বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের স্পিন বোলিং কোচ ছিলেন আগে। তবে বাইরে যতই কদর হোক, দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণে রীতিমত হতাশ সাকলাইন। বারবার চাইলেও তাকে পিসিবির পক্ষ থেকে উপেক্ষা করা হয়েছে বলেই অভিযোগ এই সাবেকের।

সাকলাইন জানিয়েছেন, এর আগে বহুবার দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। কিন্তু পিসিবি তাকে আমলেই নেয়নি। পাকিস্তানের কিংবদন্তি এই অফস্পিনার হতাশা নিয়ে বলেন, 'এই দেশের জন্য আমি রক্ত, ঘাম, অশ্রু দিয়েছি। কিন্তু দেশের পক্ষ থেকে আমার কদর করা হয়নি। এমনকি ওয়াকার ইউনুস দায়িত্ব ছাড়ার পরও আমি প্রধান কোচের পদে আবেদন করেছিলাম। পরে জানতে পারি, আমার সেই আবেদন গ্রহণই করা হয়নি।'

তারপরও সাকলাইন চেষ্টা করে গেছেন দেশের সঙ্গে যুক্ত হতে। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নাকি উপেক্ষার শিকার হতে হয়েছে তাকে। ৪১ বছর বয়সী সাবেক এই স্পিনার বলেন, 'আমি লেস্টারে নিজের একাডেমি খুলেছি। তাই অন্য দায়িত্ব পালন করা অনেক সময় সহজ হয় না। তবে পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার সময় আমি একটি পদের জন্য আবেদন করেছিলাম। জানতাম, আমাকে সুনির্দিষ্ট নিয়মগুলো মানতে হবে। তবে সেখান থেকেও কোনো জবাব পাইনি।'

স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ছাড়াও কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে। এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দেশে কদর না পাওয়ার কারণটা বুঝতে পারছেন না সাকলাইন। এ নিয়ে তার ভাষ্য, 'ইংল্যান্ডে দায়িত্ব নেয়ার আগে, আমি সাঈদ আজমলের অ্যাকশন শুধরানোর কাজ করেছি। কিন্তু পরে কিছু হয়নি। আরেকবার মুদাসসর নজর আমাকে বলেছিলেন পাকিস্তানের ২০ দিনের ট্যালেন্ট হান্ট করতে। সেবারও কিছুই হয়নি।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।