এশিয়া কাপ বাছাইপর্বে মালয়েশিয়া-ওমান-আমিরাতের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ আগস্ট ২০১৮

এশিয়া কাপের বাছাইপর্ব শুরু হয়েছে আজ থেকে। প্রথম দিনে জয় পেয়েছে স্বাগতিক মালয়েশিয়া, ওমান আর সংযুক্ত আরব আমিরাত।

স্বাগতিক মালয়েশিয়া ৩ উইকেটে হারিয়েছে হংকংকে। প্রথমে ব্যাট করে বাবর হায়াতের ৫৮ রানের পরও ১৬১-তে অলআউট হয় হংকং। জবাবে ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া। শফিক শরিফ করেন ৪৯ রান।

দিনের অপর ম্যাচে নেপালকে সহজেই হারিয়েছে ওমান। সাগর পানের ৮৩ রানে ভর করে নেপাল তুলেছিল ৯ উইকেটে ২২১ রান। জবাবে ১২ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওমান। খাওয়ার আলি অপরাজিত ছিলেন ৮৪ রানে।

এদিকে, সিঙ্গাপুরের বিপক্ষে চিরাগ সুরির সেঞ্চুুরিতে ৮ উইকেটে ৩১২ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছিল এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। জবাবে আহমেদ রাজার বিধ্বংসী বোলিংয়ে (৬/২০) ২৫.৪ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় সিঙ্গাপুরের ইনিংস। আরব আমিরাত জিতেছে ২১৫ রানের বড় ব্যবধানে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।