ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৯ আগস্ট ২০১৮

টেস্ট দলে জায়গা ফিরে পেলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সাউদাম্পটনে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু চতুর্থ টেস্টের দলে তার সঙ্গে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরানও।

উরুর চোটে পড়া ক্রিস ওকসের জায়গায় ফিরেছেন কুরান। স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলী স্থলাভিষিক্ত হচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান অলি পোপের।

এদিকে, আঙুলের চোটে পড়া জনি বেয়ারস্টো সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন কেবল স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। চার নাম্বারে ব্যাটিং করবেন তিনি। যার অর্থ, জস বাটলার সামলাবেন উইকেটের পেছনটা।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। বাকি দুই টেস্টের একটি জিততে পারলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে জো রুটের দল।

ইংল্যান্ড দল : অ্যালিস্টার কুক, কেটন জেনিংস, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, স্যাম কুরান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।