এশিয়া কাপে খুব ভালো ফলাফল হবে : মিরাজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৮ আগস্ট ২০১৮

এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ট্র্যাজেডিময় এক টুর্নামেন্ট। দুই-দুই বার এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি মাশরাফি-সাকিবদের। সেপ্টেম্বরে আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের নতুন আসর। দলের তরুণ সদস্য মেহেদি হাসান মিরাজের মতে সবকিছু ঠিক থাকলে এবারও এশিয়া কাপে খুব ভালো ফলাফল পাবে বাংলাদেশ।

এশিয়া কাপের ভেন্যু হিসেবে প্রথমে ভারতের নাম ঘোষণা করা হলেও পরে সেটি সরিয়ে নেয়া হয় আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের মানিয়ে নিতে তেমন সমস্যা হবে না বলে মানছেন মিরাজ। ২০ বছর বয়সী এই অফস্পিনিং অলরাউন্ডারের মতে আরব আমিরাতের চ্যালেঞ্জ ভালো ভাবেই নিতে পারবে টাইগাররা।

মঙ্গলবার এশিয়া কাপের জন্য চলমান প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘খেলা হবে এশিয়ান কন্ডিশনেই। এমন কন্ডিশনে আমরা অনেক খেলেছি। আমাদের অনেক খেলোয়াড় খেলেছে উপমহাদেশে। সব ঠিক থাকলে খুব ভালো ফলাফল পাবো আমরা।’

টানা তিন এশিয়া কাপ ঘরের মাঠে খেলার পর এবার দেশের বাইরে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। বাইরের মাটিতে এশিয়া কাপের চ্যালেঞ্জের ব্যাপারে কি ভাবছে দল, এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘যেখানেই খেলি না কেন চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটা খেলাই কিন্তু চ্যালেঞ্জ। আমাদের দলে সবাই অনেক কঠোর পরিশ্রম করছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে বিভিন্ন অনুশীলন করছে। আশা করি সবার এই পরিশ্রম কাজে লাগবে। শুধু যার যার সেরাটা দিতে পারলেই হবে।’

ঘরে-বাইরে গত বেশ কয়েক বছর ধরেই দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেই সীমিত ওভারের ক্রিকেটের দুই ফরম্যাটেই সিরিজ জিতে ফিরেছে টাইগাররা। দেশের পাশাপাশি বাইরের মাঠেও সমান ধারাবাহিকতায় খেলার অভিজ্ঞতা থেকেই এশিয়া কাপের জন্য আত্মবিশ্বাসী হতে পারছে বাংলাদেশ, বলে জানান মিরাজ।

তিনি বলেন, ‘আমরা গত চার বছর ধরেই কিন্তু ভালো ক্রিকেট খেলে আসছি। বিশ্বকাপ দেখেন, দেশে বলেন, বাইরে বলেন– আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি, দাপুটে পারফরম্যান্স দেখিয়েছি।, এসবই আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা অনেক দাপট দেখিয়ে খেলে আসছে, সাথে জুনিয়ররাও অবদান রাখছে। সব মিলিয়েই আমরা সবাই আত্মবিশ্বাসী। আমরা যদি আমাদের শতভাগ দিতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু হবে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।